রাজশাহী মহানগরে ট্রাকচাপায় আনোয়ারুল আকতার রনি (৩৮) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।
রোববার (০৮ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহী-নওগাঁ মহাসড়কের রহমান কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রনি মহানগর যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক। এছাড়া রাজশাহীর মোহনপুর উপজেলার ধোপাপাড়া হাই স্কুলের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
রাজশাহীর পবা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ আহমেদ জানান, মোটরসাইকেল আরোহী রনি স্কুল শেষে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিলেন। এসময় তিনি রাজশাহী-নওগাঁ মহাসড়কের রহমান কোল্ড স্টোরজের সামনে পৌঁছালে একটি বেপরোয়া গতির ট্রাক রনির মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে খবর পেয়ে পবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর চালক পলাতক। তাকে ধরতে অভিযান শুরু হয়েছে।
নিহতের মরদেহ বিকেলের মধ্যেই ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান এসআই মাহফুজ আহমেদ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর