রাজশাহীর সড়ক প্রশস্তকরণ ও উন্নয়নে ৪শ’ ৫২ কোটি টাকার পৃথক দু’টি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
মঙ্গলবার ( ১৭ সেপ্টেম্বর ) দুপুরে এক বিবৃতিতে রাজশাহীবাসীর পক্ষ থেকে এই কৃতজ্ঞতা জানান তিনি।
এর আগে, সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় ১শ’ ২৬ কোটি টাকার রাজশাহী মহানগরীর উপশহর মোড় থেকে সোনাদিঘী মোড় ও মালোপাড়া মোড় থেকে সাগরপাড়া মোড় পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন (২য় সংশোধিত) প্রকল্প এবং সড়ক ও জনপথে ৩শ’ ২৬ কোটি টাকার রাজশাহী-নওহাটা-চৌমাসিয়া সড়কের বিন্দুর মোড় থেকে বিমানবন্দর হয়ে নওহাটা ব্রিজ পর্যন্ত পেভমেন্ট চারলেনে উন্নীতকরণ’ প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজটোয়েন্টিফোর