শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর হলে শিক্ষার্থীরা পড়াশোনায় উৎসাহী হয়। প্রতিষ্ঠানের পরিবেশ শিক্ষার্থীদের ওপর খুব প্রভাব ফেলে বলে মন্তব্য করেছেন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ফজলে হোসেন বাদশা। তাই পর্যায়ক্রমে রাজশাহীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরো বেশি মনোরম করে তোলার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
আজ সকালে নগরীর গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের ছয়তলা অ্যাকাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। রজশাহী-২ (সদর) আসনের এই সংসদ সদস্য বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই বিশ^মানের শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে হবে। শিক্ষার মান যেমন বাড়াতে হবে তেমনি প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নও করতে হবে। প্রতিষ্ঠানের উন্নয়ন হলে শিক্ষার্থীরা ভাল পরিবেশে পড়াশোনা করতে পারবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, শিক্ষানগরী হিসেবে রাজশাহীর যে এতিহ্য আছে সেটি আমাদের ধরে রাখতে হবে। সেই চেষ্টা আমি করে যাচ্ছি। শিক্ষার উন্নয়নে আমি সর্বোচ্চ গুরুত্ব দেই। আগে নগরীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের খুব খারাপ অবস্থা ছিলো। আমি সেগুলো দূর করার সর্বোচ্চ চেষ্টা করেছি এবং সফলও হয়েছি।
নির্মাণ কাজের মান এবং অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বাদশা বলেন, গোলজারবাগ স্কুলেরও অনেক সমস্যা ছিলো। আমি জানার পরেই ৪ কোটি ৩৯ লাখ টাকার ব্যবস্থা করেছি। এখন এখানে সুন্দর ভবন হচ্ছে। ভবনের কাজ শেষ হলেই শিক্ষার্থীরা সুন্দর পরিবেশ পাবে। এ রকম আরো অনেক প্রতিষ্ঠানের উন্নয়নে বরাদ্দ দিয়েছি। প্রতিটি প্রতিষ্ঠানের কাজ আমি পরিদর্শন করেছি । সবগুলোর কাজ সন্তোষজনক। দ্রুতই কাজ শেষ হবে।
এ সময় ফজলে হোসেন বাদশার সঙ্গে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের প্যানেল মেয়র-২ রজব আলী, ওয়ার্কার্স পার্টির রাজপাড়া থানা সদস্য মোশাররফ হোসেন, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের স্থানীয় উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, গোলজারবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সহকারী প্রধান শিক্ষক বাইতুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক আহসান উল্লাহ, ছাদিকুল ইসলাম, সহকারী শিক্ষক ফারহানা হাবিব প্রমুখ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন