রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী ফিরোজ আনামের ওপর হামলার ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
রোববার (২০ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
আটকরা হলেন- রাবি ছাত্রলীগের বহিষ্কৃত নেতা অনিক মাহমুদ বনি ও রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান মিঠু। তারা দু’জনই বিশ্ববিদ্যালয় সংলগ্ন মীর্জাপুর এলাকার বাসিন্দা।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সম্পৃক্ততা পাওয়া গেলে মামলায় গ্রেফতার দেখানো হবে।
শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় ফিরোজের কাছ থেকে ছিনতাইকালে তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে ছিনতাইকারীরা। এতে ফিরোজের মাথায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। এখনো তিনি চিকিৎসাধীন। এদিন রাতেই ফিরোজ বাদী হয়ে নগরীর মতিহার থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেন।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ