রাজশাহীতে প্রথমবারের মত অনুষ্ঠিতব্য ‘অভিবাসী চাকরি মেলা’ থেকে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বিশে^র সবচেয়ে অর্থনৈতিক শক্তিধর দেশ চীনের জিয়াংশি প্রদেশের শিল্প এলাকা নামচাং শহরের প্রতিষ্ঠিত কোম্পানীতে চাকরির সুযোগ পাচ্ছেন রাজশাহীর প্রায় অর্ধশত গ্রাজুয়েট। আজ শনিবার চীনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি পাঠানোর লক্ষ্যে সরকার অনুমোদিত রিক্রুটিং এজেন্সি সাইক ওভারসিজ এর উদ্যোগে আয়োজিত দিনব্যাপী মেলায় সংশ্লিষ্ট কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রাথমিকভাবে নির্বাচিত করা হবে।
সকাল ১০টায় রাজশাহীর সপুরাস্থ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) এ মেলা অনুষ্ঠিত হবে। এতে স্বাগত বক্তব্য দিবেন সাইক ওভারসিজ ও সাইক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহেলী ইয়াছমিন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু হাসনাত মো. ইয়াহিয়ার সভাপতিত্বে দিনব্যাপী এ মেলায় প্রধান অতিথি থাকবেন অভিবাসন ও উন্নয়ন বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারম্যান মো. ইসরাফিল আলম এমপি। এতে অন্যদের মধ্যে রাজশাহীর জেলা প্রশাসক মো. হামিদুল হক, রাজশাহী কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান, রাজশাহী বিশ^বিদ্যালয় অধিভুক্ত বরেন্দ্র গবেষণা যাদুঘরের পরিচালক প্রফেসর ড. আলী রেজা মো. আব্দুল মজিদ, রাজশাহী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ প্রকৌশলী মো. আব্দুর রহীম, রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. নাজমুল হক, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো. আব্দুল হান্নান, সাইক গ্রুপের উপদেষ্টা প্রকৌশলী মো. শামস উজ জামান, সাইক ওভারসীজ-এর পরিচালক নুরনবী সিদ্দিক সুইন প্রমুখ উপস্থিত থাকার কথা রয়েছে। অনুষ্ঠান সঞ্চালন করবেন প্রতিষ্ঠানটি প্রশাসনিক কর্মকর্তা মো. এরশাদুল বারী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসের মধ্যে যারা স্নাতক ডিগ্রি বা সমমানের পরীক্ষায় পাস করেছেন তারা দেশটিতে চাকরি নিয়ে যাওয়ার জন্য মেলায় সরাসরি সিভি (জীবন বৃত্তান্ত) জমা দিয়ে ইন্টারভিউ পর্বে অংশ নিতে পারবেন। এদের মধ্য থেকে প্রায় অর্ধশত চাকরীপ্রার্থীকে বাছাই করা হবে। চীনের জিয়াংশি প্রদেশের ২টি কারখানার জন্য অপারেটর হিসেবে যাওয়ার সুযোগ পাচ্ছেন এসব গ্রাজুয়েটরা। পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলায় এমন মেলা আয়োজনের মাধ্যমে গ্রাজুয়েটদের বাছাই করা হবে। সেখানে উন্নত পরিবেশে থাকা-খাওয়া, মেডিকেল, ইন্স্যুরেন্সসহ লোকাল ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে। বেতনও অনেক দেশের তুলনায় স্ট্যান্ডার্ড মানের। কাজের পরিবেশ অত্যন্ত চমৎকার। কায়িক পরিশ্রমের কোনো বিষয় নেই।
আয়োজন সম্পর্কে সাইক ওভারসিজের পরিচালক নূরনবী সিদ্দিক সুইন জানান, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্প্রতি রাজশাহীসহ জেলায় জেলায় ‘সাইক ওভারসিজ (আরএল ১৬৮৪) কে চাকরি মেলা আয়োজন করার অনুমতি প্রদান করে। এছাড়া জেলা প্রশাসন, টিটিসি ও জেলা জনশক্তি অফিস সার্বিক সহযোগিতা করছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন