রাজশাহী মহানগরীর শ্রীরামপুর থেকে নববধূ-বরকে নিয়ে ফেরার পথে নৌকাডুবির ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নববধূসহ বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যায় এ নৌকা ডুবির ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানা যায়নি।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, সন্ধ্যায় নববধূ ও বরসহ ছেলের বাড়ি থেকে প্রায় ৩৫ জন যাত্রী ফেরার পথেশ্রীরামপুর এলাকার পদ্মানদীতে দুই নৌকার সংঘর্ষ হয়। এতে নববধূ ও বরসহ দুই নৌকার সবাই ডুবে যায়। এদের মধ্যে ১৭ জন নারী ও ছয়জন শিশু ছিল। মোট ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, উদ্ধার পাঁচজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে এক শিশুর মৃত্যু হয়। পদ্মার অন্যপাড়ে কেউ সাঁতরে উঠেছে কিনা বা কতজন নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বর সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হয়েছেন বলে জানা গেছে। নববধূ এখনো নিখোঁজ রয়েছেন বলেও জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার রউফ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ