রাজশাহী নগরীর অভিজাত শপিংমল থিম ওমর প্লাজায় মোবাইল শোরুমে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে চোরেরা মোবাইল শোরুমের তালা ভেঙ্গে কয়েক লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার সরকারের দোকান মালিক এসে চুরির ঘটনাটি টের পান। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।
এদিকে অভিযোগ এই মার্কেটের চুরির ঘটনা নিয়ে ব্যাপক রহস্যের সৃষ্টি হয়েছে। রাতের আঁধারে চোরেরা কিভাবে মার্কেটের ভিতরে প্রবেশ করলো তা নিয়ে দেখা দিয়েছে সন্দেহ।
স্থানীয়রা জানান, থিম ওমর প্লাজার অপো মোবাইল শোরুমে সোমবার দিবাগত রাতে চুরির এ ঘটনা ঘটে। চোরেরা শোরুমের মোবাইলের শোকেস ভেঙে বেশ কয়েক লাখ টাকার মোবাইল চুরি করে নিয়ে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাইরে থেকে চোর প্রবেশ করা এখানে সম্ভব নয়। ভেতরের লোকজনই চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। আর এতে করে পুরো মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে চরম আতংক।
রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ওসি তদন্ত মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, থিম ওমর প্লাজা মোবাইল শোরুমে চুরির ঘটনা ঘটেছে। চোরদের শনাক্ত করার চেষ্টা চলছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন