রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হাট বাজার ও পশুর হাট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করেছে উপজেলা প্রশাসন। গোদাগাড়ী উপজেলায় করোনা ভাইরাস নিয়ন্ত্রণ, প্রতিরোধ ও মোকাবেলায় সোমবার এক চিঠিতে এ নির্দেশ দেন উপজেলা নির্বাহী অফিসার। সোমবার থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এ সিদ্ধান্ত বহাল থাকবে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল ইসলাম সরকার বলেন, জেলা প্রশাসকের নির্দশক্রমে হাট,বাজার ও পশুর হাট (দৈন্দিন বাজার ব্যতিত) বন্ধ রাখার জন্য এই আদেশ দেওয়া হয়। চাল, ডাল, তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর ঊর্ধ্বমূল্য ঠেকাতে সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে। এছাড়াও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন