করোনা ভাইরাস বিস্তার রোধের অংশ হিসেবে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে মহানগরীর ২৬টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার সুবিধা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়েছে। বুধবার দুপুরে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে স্থাপিত বুথ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
এ সময় রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
যে ২৬টি স্থানে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার কার্যক্রম চলছে, সেগুলো হচ্ছে, মনিচত্বর মোড়, লক্ষীপুর মোড়, কোর্ট বাজার, কাশিয়াডাঙ্গা মোড়, মেডিকেল আউটডোর ও ইর্মাজেন্সি বিভাগ, ঘোষপাড়া মোড়, সদর হাসপাতাল মোড়, রাণীবাজার, গৌরহাঙ্গা নিউ মার্কেটের সামনে, শিরোইল স্টেশন চত্বর, নওদাপাড়া আমচত্বর মোড়, শালবাগান বাজার, ভদ্রা মোড়, সাধুর মোড়, বিনোদপুর বাজার, উপশহর নিউমার্কেট, তেরখাদিয়া বাজার, সাহেব বাজার বড় মসজিদের সামনে, ভূবনমোহন পার্ক, হযরত শাহ মখদুম (রহঃ) মাজার, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান চত্বর, কাজলা মোড়, আসাম কলোনী বউবাজার, রাণীনগর বউবাজার ও সাগরপাড়া বটতলা।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন