প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে মাঠে নেমেছে রাজশাহী জেলা পুলিশের স্পেশাল রেসপন্স টিম। বুধবার কাজ শুরু করেছে ৩০ সদস্যের বিশেষ এই ইউনিট।
করোনা পরিস্থিতি মোকাবিলায় এবং বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন মেনে চলার বিষয়টি কঠোরভাবে কার্যকর করতে কাজ করবে এই দলটি।
বুধবার প্রতিরক্ষামূলক পোশাকসহ প্রয়োজনীয় সব উপকরণ নিয়ে এই টিম গঠন করা হয়। একজন অতিরিক্ত পুলিশ সুপার দলের কার্যক্রম মনিটরিং করবেন।
দুপুরের দিকে জেলার পুলিশ সুপার (এসেপি) মো. শহিদুল্লাহ তার কার্যালয়ের সামনে সদস্যদের তাদের কাজের বিষয়ে ব্রিফ করেন।
তিনি বলেন, রাজশাহী জেলার যেকোনো এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের বিষয়ে দ্রুত সাড়া প্রদান করতে হবে এই টিমকে। স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য কমপ্লেক্সের সঙ্গে সমন্বয় করে কাজ করতে হবে তাদের।
এসপি জানান, স্পেশাল রেসপন্স টিম কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে কাজ করবে। তারা উপজেলা পর্যায়েও করোনা বিষয়ে স্থানীয় মানুষকে সচেতন করার বিষয়ে কাজ করবে। এছাড়া জেলাজুড়ে বিদেশফেরত নাগরিকদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত এবং গুজব থেকে বিরত থাকার বিষয়েও সচেতনতামূলক কার্যক্রম চালাবে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪