আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ঘরে থাকার কঠোর নির্দেশনা রয়েছে। কিন্তু রাজশাহী মহানগরীতে বৃহস্পতিবার এবং শুক্রবার সকালে তরুণদের বাইরে দেখা গেছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কানধরে উঠবস করান এবং ঘর থেকে বের না হবার কঠোর নির্দেশনা দেন।
আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের শক্ত পদক্ষেপে সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন। নগরবাসীকে ঘরে থাকার অনুরোধ জানিয়ে এখনও মাইকিং করা হচ্ছে। করোনা প্রতিরোধে নগরীর মোড়ে মোড়ে চলছে দিনভর মাইকিং। শুক্রবার জুমার নামাজে নগরীতে সীমিত সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। খুব অল্প সময়ের মধ্যে নামাজের আনুষ্ঠনিকতা শেষ করেন মসজিদের ইমামরা।
বৃহস্পতিবার রাতে নগরীর দড়িখরবোনা মোড়ে চায়ের স্টল খোলা রাখার অপরাধে চা বিক্রেতাদের কেটলি কাপসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছেন পুলিশ সদস্যরা। এ সময় ওই এলাকার চা বিক্রেতারা পুলিশ সদস্যদের দেখে পালিয়ে যান। এছাড়া সেখানে অবস্থানরত কয়েকজন যুবককে আড্ডা দেবার অপরাধে কান ধরে উঠবস করানো হয়।
এদিকে শুক্রবার সকালে নগরীর অলকার মোড়, গণকপাড়া, সাহেববাজার জিরোপয়েন্ট, লক্ষ্মীপুরসহ বেশ কয়েকটি এলাকায় পুলিশ সদস্যরা রাস্তায় অবস্থানরত যুবকদের কান ধরে উঠবস করান। এসময় মৃদু লাঠিচার্জও করা হয়। এছাড়া নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট রাস্তায় অবস্থান করার অপরাধে র্যাব সদস্যরা কয়েকজন যুবককে কান ধরে উঠবস করান।
আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। নগরীর হড়গ্রাম এলাকার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক শাহাদত হোসেন বলেন, পুরো বিশ্ব এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় মাইকিং করে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার ঘর থেকে বের হবার জন্য নিষেধ করা হচ্ছে। তারপরেও মানুষ বাইরে বের হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়ায় আমরা খুশি হয়েছি।
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোড়ে মোড়ে টহল দিচ্ছেন। প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলেই তাকে শাস্তি দেয়া হচ্ছে। ঘর থেকে যারা বিনাপ্রয়োজনে বের হবেন তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আরও কঠোর হবেন বলে মন্তব্য করেন এ পুলিশ কর্মকর্তা।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন