করোনা সতর্কতায় রাজশাহী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির সভা শেষে এ কথা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। তিনি বলেছেন, দেশে ধীরে ধীরে করোনার রোগী বাড়ছে। তাই বাড়তি সতর্কতা হিসেবে আমরা রাজশাহীকে লকডাউনের এ সিদ্ধান্ত নিয়েছি।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফজলে হোসেন বাদশা এমপি। তিনি বলেন, এক জেলার সঙ্গে আরেক জেলার যোগাযোগ বন্ধ থাকবে। তবে জরুরি খাদ্য ও ওষুধের মতো জরুরি পণ্যবাহী ট্রাক চলবে। দুই জেলার সীমানায় পুলিশ থাকবে। তারা যানবাহন ও মানুষের চলাচলের বিষয়টি কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। পুলিশের কড়াকড়িকে জনস্বার্থে মেনে নিতে সকলের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাদশা বলেন, সোমবার থেকেই রাজশাহী লকডাউন।
এসময় সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিভাগীয় সমন্বয় কমিটির সভায় পুরো চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে নানা গুরুপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী বিভাগের কেউ করোনা আক্রান্ত হলে তার চিকিৎসা অথবা মারা গেলে দাফন প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে সভায়।
সভায় আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির খন্দকার, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিজ আক্তার, রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিলুর রহমান, জেলা প্রশাসক হমিদুল হক, বিভাগীয় স্বাস্থ পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য ও সিভির সার্জন ডা. এনামুল হক।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন