মহানগরীর রাজপাড়া থানার বিলশিমলা এলাকায় ফরিদপুর থেকে এক ব্যক্তি আসায় একটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে।
রাজশাহী মহানগরীর ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও রাজপাড়া থানা পুলিশ শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে বাড়িটি লকডাউন করে দেয়। এর আগে ফরিদপুর থেকে রাজশাহী যাওয়া ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়।
রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা প্রতিরোধে রাজশাহীর প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়েছে। শহরজুড়ে চলছে অঘোষিত লকডাউন। এই অবস্থায় ফরিদপুর থেকে আসা এই ব্যক্তিকে নিয়ে নানা সন্দেহ দেখা দিয়েছে। কারণ ফরিদপুর ও মাদারীপুর এলাকায় এরই মধ্যে সংক্রামক ব্যাধি করোনা ছড়িয়েছে।
ওসি বলেন, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের উপস্থিতিতে বিলশিমলা এলাকায় থাকা ওই লোকের বাড়িটি লকডাউন করা হয়েছে। আগামী ১৪ দিন ওই বাড়ির সদস্যরা কেউ বাইরে বের হতে পারবে না। পুলিশ নিয়মিতভাবে বিষয়টি মনিটরিং করবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ