রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের ত্রাণ তহবিলে এক হাজার কেজি চাল দিয়েছে রাজশাহী কলেজ কর্তৃপক্ষ। এছাড়া রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ৮১‘র বন্ধনের পক্ষ থেকে বিভিন্ন প্রকারের খাদ্য সামগ্রীর ১৯০টি প্যাকেট প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে নগর ভবনে মেয়রের হাতে চালের রশিদ ও প্যাকেট তুলে দেন রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও কলেজ অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও ৮১‘র বন্ধনের সভাপতি ও রামেকের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. খলিলুর রহমান। এ সময় মেয়র নিম্ন আয়ের মানুষদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় তাদের ধন্যবাদ জানান।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন