করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রন্ত দ্বিতীয় নারী রাজশাহীর পুঠিয়ার লাবনী বেগমের বাড়িসহ আশে পাশের ৪ টি বাড়ি ও প্রতিষ্ঠন লকডাউন করা হয়েছে। উপজেলার গন্ডগোহালী গ্রামের আক্রান্ত লাবনী বেগম এবং তার স্বামী শাহিন সরকারসহ সংশ্লিষ্ট সকলের বক্তব্য যাচাই বাছাই পূর্বক উপজেলা প্রশাসন লকডাউন ঘোষনা করেন।
তারই পরিপ্রেক্ষিতে একটি গণবিজ্ঞপ্তি জারির মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমণ রোধ কল্পে ওই এলাকার, শাহিন সরকারের বাড়ি, এবং সংস্পর্শে আসা তার বোন শিরিনার বাড়ি এবং নিকটবর্তী ১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠান জরুরী ভাবে লকডাউন ঘোষনা করা হয়।
বর্ণিত লকডাউনকৃত পরিবার ও প্রতিষ্ঠানসমূহ সকল প্রকার যোগাযোগ নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। তিনি আরও বলেন, আক্রান্ত ব্যক্তিকে তার নিজ বাড়িতেই আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে । এই আদেশ মঙ্গলবার রাত ১০ টা থেকে কার্যকর শুরু হয়েছে। অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোভিড ১৯ পজিটিভ লাবনী বেগম এর পরিবারের নিত্য প্রয়োজনীয় সকল দায়িত্ব গ্রহণ করেছে পুঠিয়া উপজেলা প্রশাসন ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন