রাজশাহী জেলায় একজন ও বিভাগে চারজনের শরীরে নতুন করে করোনা ভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। অন্য চারজনের মধ্যে দুই জন জয়পুরহাট এবং একজন করে বগুড়া এবং পাবনা জেলার।
রাজশাহী মেডিক্যাল কলেজের (রামেক) ল্যাবে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) তাদের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। নতুন একজন শনাক্ত হওয়ায় রাজশাহী জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো চারজনে। তবে রাজশাহী বিভাগের জয়পুরহাট, পাবনা ও বগুড়া জেলায় আজ বৃহস্পতিবারই প্রথম কোনো করোনা রোগী শনাক্ত হলো।
রামেকের করোনা ল্যাব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ল্যাবে মোট ৮৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে পাঁচজনের নমুনায় করোনা শনাক্ত হয়। পরে এই বিষয়টি সংশ্লিষ্ট এলাকার সিভিল সার্জনদের জানানো হয়েছে।
রাজশাহীর সিভিল সার্জন ডা. এনামুল হক জানান, রাজশাহীতে যে নতুন রোগী শনাক্ত হয়েছেন তার বাড়ি জেলার মোহনপুর উপজেলার হলিদাগাছি গ্রামে। তার বয়স ২৪ বছর। নারায়ণগঞ্জে একটি তৈরি পোশাক কারাখানার শ্রমিক তিনি। গত ৯ এপ্রিল তিনি গ্রামের বাড়ি এসেছেন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত তরুণী অবিবাহিত। নারায়ণগঞ্জ থেকে ফেরার পরই তাকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। তার শরীরে এখনও করোনার উপসর্গ স্পষ্ট হয়নি।
তবে আক্রান্ত এলাকা থেকে ফিরেছেন বলে গতকাল বুধবার (১৫ এপ্রিল) তার নমুনা সংগ্রহ করা হয়। আজ তার করোনা পজিটিভ হওয়ার বিষয়টি জানা যায়। আর করোনা পজিটিভ হওয়ায় তার বাড়িটি লকডাউন করা হয়। হোম কোয়ারেন্টিনে রেখেই তার চিকিৎসা চলবে।
ডা. এনামুল হক বলেন, করোনায় আক্রান্ত তরুণী এবং তার পরিবারের সদস্যরা যাদের সংস্পর্শে গেছেন তাদের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হবে। প্রত্যেকের বাড়িও লকডাউন করা হবে।
এর আগে গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায় প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হন। রাজশাহী বিভাগে তিনিই প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি। তিনি ঢাকা থেকে ফিরেছেন।
পর দিন (১৩ এপ্রিল) রাজশাহীর বাগমারায় নারায়ণগঞ্জ থেকে ফেরা এক টেক্সটাইল ইঞ্জিনিয়ারের করোনা শনাক্ত হয়। এর পরের দিন মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজশাহীর পুঠিয়ায় নারায়ণগঞ্জ থেকে আসা এক নারী পোশাক শ্রমিকের করোনা শনাক্ত হয়।
কিন্তু বুধবার কারও করোনা শনাক্ত না হলেও আজ বৃহস্পতিবার রাজশাহীর মোহনপুরে করোনা শনাক্ত হলো। করোনার প্রাদুর্ভাব ঠেকাতে গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ১০টা থেকে রাজশাহী জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এই লকডাউন অব্যাহত থাকবে বলে গণবিজ্ঞপ্তি জারি করে জানানো হয়।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ