রাজশাহীতে আরও তিনজন করোনা রোগি শনাক্ত হয়েছে। এর মধ্যে দুইজন মহিলা ও একজন পুরুষ। সোমবার রাতে তাদের নমুনা পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা দাড়ালো আটজনে।
রাজশাহীতে নতুন আক্রান্তদের দুইজন পুঠিয়ার ও একজন বাঘা উপজেলা এলাকার। এদের মধ্যে পুঠিয়ার দুইজন নারী। এরা হলেন, পুঠিয়া উপজেলার জিউপাড়া ইউনিয়নের সৈয়দপুর গ্রামের বিউটি খাতুন ও পুঠিয়া ইউনিয়নের তারাপুর গ্রামের রুমা খাতুন। অপরজন হলেন, বাঘা উপজেলার আব্দুস সোবহান। তার বয়স প্রায় ৪০ বছর। এদের মধ্যে বিউটি ও রুমা বাড়িতে থাকলেও সোবহান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাজশাহী মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, সোমবার ৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে রাজশাহীতে তিনজন, চাঁপাইনবাবগঞ্জে ও জয়পুরহাটে একজন করে সংক্রমণ হয়েছে। ফলে নাটোর ছাড়া রাজশাহী বিভাগের সব জেলায় ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন