রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক-নার্সদের ব্যবহৃত পিপিই (পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট) বিক্রি করতে এসে স্থানীয় জনতার হাতে গণধোলাই খেয়ে পালিয়েছে দুইজন পরিছন্নকর্মী (সুইপার)। সোমবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর চন্দ্রিমা থানাধিন শিরোইল কলোনী বিশ্ব-গোডাউন মোড়ে এ ঘটনা ঘটে।
পরিছন্নকর্মীরা হলেন, হরিলালের ছেলে কুঞ্জুলাল ও কালুয়া বাসপারের ছেলে রনি বাসপর। তারা উভয়ই রামেকে কর্মরত ও হরিজন পল্লির বাসিন্দা।
স্থানীয়রা জানায়, রামেক হাসপাতালের দুইজন পরিছন্নতাকর্মী চিকিৎসক-নার্সদের ব্যবহৃত পিপিই বিক্রি করতে শিরোইল কলোনীতে আসেন। ওই সময় বিশ্ব-গোডাউনে সার বহনকারী ট্রাক নিয়ে আসা চালকদের নিকট ১৫০ টাকা মূল্যে পিপিই বিক্রি করেন তারা।
বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তারা জড়ো হয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তারা স্বীকার করে রামেক হাসপাতালের চিকিৎসক-নার্সরা ব্যবহারের পর যে পিপিই ফেলে দেন সেগুলোই তারা সংগ্রহ করে। পরে তারা সেগুলো ধুয়ে পরিস্কার করে বিক্রি করছেন। এ সময় বিক্ষুদ্ধ জনতা পিপিইগুলো কৌশলে জব্দ করে দুজনকে গণধোলাই দেয় এবং পুলিশ ডাকে। তবে পুলিশ আসার আগেই তারা পালিয়ে যায়।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন