করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংস্পর্শে আসায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসা সংশ্লিষ্ট ৩৭ জনকে কোয়ারেন্টিানে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১৯ জন চিকিৎসক রয়েছেন। তাদের মধ্যে ৬ জন পর্যটন মোটেল প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। বাকিরা প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিনে থাকবেন বলে জানা গেছে।
এছাড়াও আগামী দুই দিনের মধ্যে সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এছাড়াও লকডাউন করা হয়েছে রামেক হাসপাতালের ৪২ নম্বর ওয়ার্ড। মঙ্গলবার বিকেলে তাদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে পাঠানোর পর ওয়ার্ড লকডাউন করে কর্তৃপক্ষ। রামেক হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রটি জানায়, রামেক হাসপাতালে চিকিৎসাধীন একজন রোগির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। আব্দুস সোবহান নামের ৮০ বছর বয়সের ওই রোগি গত ১৭ এপ্রিল রামেক হাসপাতালে ভর্তি হয়েছিল। প্রথমে তাকে ৪২ ও পরে ৩৯ নম্বর ওয়ার্ডে নেয়া হয়। এর এক্স-রে করার পর করোনার লক্ষণ পাওয়া গেলে তাকে সংক্রমক ব্যাধি হাসপাতালে করোনা ওয়ার্ডে স্থানান্তর করা হয়। সোমবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার পর করোনা পাওয়া যায়।
এই করোনা রোগি নিয়ে হাসপাতালকে ঝুঁকিপূর্ণ উল্লেখ্য করে চিকিৎসকদের প্রকাশ্যে নিয়মিত ব্রিফিং বাতিল করেছে কর্তৃপক্ষ।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন