চলমান করোনা সংকটের মুখে লকডাউনের মধ্যে রাজশাহী পশ্চিম রেলওয়ের ওয়াগান থেকে বিপুল পরিমাণ তেল চুরির ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় রাজশাহী রেলওয়ের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রেলওয়ে স্টেশন এলাকার তেল পাম্পে এই চুরির ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, পশ্চিম রেলওয়ের চিফ ইলেট্রিক ইঞ্জিনিয়ার সফিকুর রহমান। তিনি জানান, তেল চুরির ঘটনায় জড়িত থাকার দায়ে সিনিয়র সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবদুল হাসানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় ও রেলওয়ের নিরাপত্তা কর্মীরা জানান, এর আগে বেশ কয়েক ট্রাক তেল চুরি করা হয়। সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে একটি লরি থেকে তেল চুরির সময় বিষয়টি জানাযানি। এনিয়ে নিরাপত্তা কর্মীরা ওই লরিটি ধরে ফেল। তবে লরিচালক পালিয়ে যায়। যদিও পালাতে পারেনি চালকের সহকারী। তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনার পর রেলওয়ের নিরাপত্তা কর্মীরা লরিটি জব্দ করেছে। সেই সময় তেল চুরিতে ব্যবহার করা মেশিনগুলোও জব্দ করা হয়। জানা গেছে, একটি লরিতে প্রায় ৫ হাজার লিটার তেল ছিলো। রেলওয়ের কর্মকর্তারা ধারনা করছেন এই ভাবে অনেক তেল চুরি হয়েছে।
রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ কামাল বলেন, স্টেশনে তেলবাহী বেশ কয়েকটি লরি তেল এনেছে পদ্মা ও যমুনা ওয়েলের। এর মধ্যে শুধু একটা বগির সিলভার রঙ্গে। সেটি সরকারি তেল ছিলো। এই তেল সরকারি কাজের জন্য। তেলগুলো স্টেশনের ভেতরের একটি ট্যাংকিতে রাখা হয়।
সেখান থেকে তেলগুলো অন্য একটি লরিতে ভর্তি করা হচ্ছিল। এসময় বিষয়টি জানাজানি হয়ে যায়। এই ঘটনায় একজনকে আরএমপি পুলিশ ধরে নিয়ে গেছে। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানান এই কর্মকর্তা।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন