খাদ্যপণ্যের প্যাকেটে মূল্য লেখা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে রাজশাহী মহানগরীর দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।
সোমবার ( ২৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এ অভিযান পরিচালনা করে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, মহানগরীর সাহেব বাজার, রেলগেট বাজার ও উপশহর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে সুপার শপ, ফলের দোকান, সবজির দোকান, ও মশলার আড়ত মনিটরিং করা হয়।
এসময় সাহেব বাজারের সুপার শপ বিগ বাজারকে মেয়াদোত্তীর্ণ নুডুলস ও সস বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা এবং একতা এন্টারপ্রাইজকে প্যাকেটজাত খেজুরে খুচরা মূল্য লেখা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ