রাজশাহীর তানোর উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। ঢাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) ল্যাবে নমুনা পরীক্ষায় মঙ্গলবার করোনা পজিটিভ আসে। আক্রান্ত যুবক (২০) উপজেলার বাঁধাইড় ইউনিয়নের হাঁপানিয়া দোগাছী গ্রামের বাসিন্দা।
তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রোজীয়ারা খাতুন বলেন, তানোর উপজেলায় এখন পর্যন্ত ৪৩ জনের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে এই প্রথম একজনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেল। আক্রান্ত ওই যুবক ওতার বড় ভাই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রাজমিস্ত্রির কাজ করতেন। সেখান থেকে তারা গত ২০ এপ্রিল নিজ বাড়িতে ফেরেন। ২২ এপ্রিল সামান্য জ্বর, সর্দি-কাশি নিয়ে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে যান ওই দুই ভাই। পরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় আমাদের কাছে ওই যুবকের করোনা শনাক্তের তথ্য আসে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, দুই ভাইয়ের মধ্যে ছোট ভাইয়ের করোনা পজিটিভ এসেছে। আমি ও উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং থানা ওসি রাতেই করোনা আক্রান্ত ওই যুবককে বাড়ি যায়। তার বাড়ি লকডাউন ঘোষনা করা হয়েছে।
তানোর থানা ওসি রাকিবুল হাসান বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তারা দুই ভাই রাজমিস্ত্রির কাজ করতো। আক্রান্ত ওই যুবক রোজা রাখছেন। তিনি সাভাবিক আছেন। স্বাস্থ্য বিভাগের লোকজন তার শরীরের খোজখবর রাখছেন। তানোর বাসী আতঙ্কিত হবার কারণ নেয়। স্বাস্থ্যবিধি মেনে চলা এবং আক্রান্ত ব্যক্তির প্রতি সামাজিকভাবে দায়িত্বশীল আচরণ করাসহ তানোর বাসীকে নিজ নিজ বাড়িতে থাকার আহবান জানিয়েছেন ওসি।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন