রাজশাহী নগরীর চার ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।
নিয়মিত বাজার তদারকিতে গিয়ে শনিবার তাদের এ জরিমানা করা হয়। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় এ দণ্ড দেয়া হয়েছে তাদের।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, নিউমার্কেট বাজারের মানিক স্টোরে মূল্যতালিকা না থাকায় দুই হাজার টাকা, উপশহর বাজারে রোকন মুরগির দোকানকে মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন না করায় দুই হাজার টাকা, মীম স্টোরকে মেয়াদোত্তীর্ণ কসমেটিকস বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে আট হাজার টাকা এবং রফিক স্টোরকে মেয়াদোত্তীর্ণ মসলা বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণের দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে আদার দোকান, মাংসের দোকান, মুরগির দোকান, মুদি দোকান, ফলের দোকান, চালের দোকান ও ওষুধের দোকান মনিটরিং করা হয়। পাশাপাশি দুটি পয়েন্টে টিসিবির ন্যায্যমূল্যে পণ্য বিক্রি মনিটরিং করা হয়।
এছাড়া অভিযান চলাকালে ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সংবলিত লিফলেট বিতরণ করা হয় এবং আইনটি মেনে চলতে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪