রাজশাহী নগরীতে পানি নিষ্কাশন খালে ডুবে মারা গেছে রাজ নামের দুই বছরের এক শিশু। বুধবার দুপুর ১টার দিকে নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
রাজ ওই এলাকার মিরাজ হোসেনের ছেলে। কেবল হাঁটি-হাঁটি পা ফেলছিল রাজ। দুপুরের সবার অজান্তে বাড়ি থেকে বেরিয়ে পাশের খালে পড়ে যায়। তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। সেখানের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নগরীর মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে মৃত্যু হওয়ায় শিশুটির মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪