The FIVE Foundation কর্তৃক গৃহীত আরেকটি অন্যতম কার্যক্রম ” ফ্রি সবজি বিতরণ ” – সম্পাদিত হয়। গত ১৫ মে, ২০২ইং তারিখে নগরীর রাজারহাতা এলাকায় একটি মাঠে নির্দিষ্ট দুরুত্ব বজায় রেখে ১০০ টি ছিন্নমূল, অসহায় ও মধ্যবিত্ত পরিবারের মাঝে সবজি বিতরণ করা হয়।
৮ ধরনের সবজি রাখা হয় এই কর্মসূচিতে।
পুই শাক ১ কেজি
কাঠুয়ার ডাটা ১ কেজি
পটল ১ কেজি
ঢেরস/ভেন্ডি ৭৫৯ গ্রাম
মিষ্টি কুমড়া ১ কেজি
চাল কুমড়া ১ টা
মরিচ ২৫০ গ্রাম
বেগুন ৫০০ গ্রাম
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন The FIVE Foundation এর উদ্যোক্তা ও সদস্যবৃন্দ এবং স্থানীয় বিশিষ্ট মুক্তিযোদ্ধা হাজি মোঃ আলতাফ হোসেন।