দা ফাইভ ফাউন্ডেশন এর একটি প্রজেক্ট, ” জীবিকার জন্য কর্মসংস্থান ” আজ রাজশাহী নগরীর রাজারহাতা এলাকায় সম্পাদিত হয়।
উক্ত কর্মসূচিতে ৬ জনের কর্মসংস্থান ব্যবস্থার জন্য ২ জন কে সেলাইমেশিন, ২ জন কে কাপড় ব্যবসা করার জন্য কাপড় কিনে দেওয়া, ১ জন কে রিকশা কিনে দেওয়ার জন্য কিছু আর্থিক সহযোগিতা এবং একজনকে ফলের ব্যবসা করার জন্য ফল কিনে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ জাস্টিসুল হায়দার, রাজশাহী পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মাহামুদ হাসান ও স্থানীয় মুক্তিযোদ্ধা আলহাজ্ব আলতাফ হোসেন। আরও উপস্থিত ছিলেন দা ফাইভ ফাউন্ডেশন এর অন্যতম উদ্যোক্তা মাহমুদ আল হাসান ও মারুফুল ইসলাম।