দুই মাস বন্ধ থাকার পর আগামী রোববার (৩১ মে) থেকে আন্তঃনগর ট্রেন চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে ৩১ মে ও ৩ জুন দুই দফায় কিছু রুটের ট্রেন চলাচল শুরু হবে। করোনা ভাইরাস মহামারিতে যাত্রী সুরক্ষার দিক বিবেচনা করে ট্রেনের সব (১০০ শতাংশ) টিকিটই অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশের টিকিট বিক্রি হবে।
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শনিবার (২৯ মে) বিকেল থেকে অনলাইনে শুরু হচ্ছে পশ্চিমাঞ্চল রেলওয়ের টিকিট বিক্রি। প্রথম দফায় রাজশাহী-ঢাকা রুটের বিরতিহীন আন্তঃনগর ট্রেন বনলতা এক্সপ্রেস (চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা), লালমনি এক্সপ্রেস (লালমনিরহাট-ঢাকা) ও চিত্রা আন্তঃনগর এক্সপ্রেস (খুলনা-ঢাকা) ট্রেনের টিকিট বিক্রি হবে।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) ফুয়াদ হোসেন আনন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনা ভাইরাস সংক্রমণ রোধে শারীরিক দূরত্ব মেনে চলতে শতভাগ টিকিট অনলাইনেই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ৩টি ট্রেনের টিকিট মিলবে। এসব ট্রেন আগের সময় অনুযায়ী গন্তব্যে যাবে এবং আবার নির্ধারিত স্থানে ফিরে আসবে।
ফুয়াদ হোসেন আনন্দ বলেন, ট্রেনের মোট আসন সংখ্যার অর্ধেক আসনের টিকিট বিক্রি করা হবে। শারীরিক দূরত্ব বজায় রাখতে এটি করা হচ্ছে। তবে টিকিট মূল্য অপরিবর্তিত থাকছে।
এদিকে টিকিট কিনতে শনিবার সকাল থেকেই রাজশাহী রেলওয়ে স্টেশনে ভিড় করেন টিকিট প্রত্যাশীরা। টিকিট কিনতে কাউন্টারের সামনে দীর্ঘ লাইন দেখা দেয়। তবে অনলাইনে টিকিট বিক্রির বিষয়ে পূর্ব ঘোষণা না থাকায় স্টেশনে এসে অনেকেই ফিরে গেছেন।
রাজশাহী রেল স্টেশনের ম্যানেজার আবদুল করিম বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ আসে দুপুর ১টার দিকে। তার পরে টিকিট প্রত্যাশীদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ