রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ৮ ঘণ্টার ব্যবধানে মুস্তাফিজুর রহমান (৬৩) নামে করোনায় আক্রান্ত আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মুস্তাফিজুর রহমান নওগাঁর তেবাড়িয়া এলাকায় বাসিন্দা।
মঙ্গলবার (৯ জুন) বিকেল ৩টার দিকে রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. সাইফুল ফেরদৌস জানান, মুস্তাফিজুর রহমান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা রাজশাহী থেকে নওগাঁয় মরদেহ নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করবে।
সোমবার (৮ জুন) রামেক হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে বলেও জানান ডা. সাইফুল ফেরদৌস।
এর আগে মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রামেক হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় লুৎফর রহমান (৫২) নামে এক মাদ্রাসাশিক্ষক মারা যান। তারও করোনা পজিটিভ রিপোর্ট এসেছিল সোমবার।
লুৎফর রহমানের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলায়। এ নিয়ে রামেক হাসপাতালে করোনায় একদিনেই দুই রোগীর মৃত্যু হলো।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ