রাজশাহীতে ঘুড়ি ওড়াতে গিয়ে চারতলার ছাদ থেকে পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে রাজশাহী মহানগরীর ষষ্ঠীতলা এলাকায় এ অপমৃত্যুর ঘটনা ঘটে।
নিহত পলক (২২) ষষ্ঠীতলা এলাকার টুটুলের ছেলে। বাড়ি ছাদ থেকে পড়ে যাওয়ার পর পলককে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়ার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ