সরকারঘোষিত লকডাউনের মধ্যেই ২৪ জন যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল একটি বাস। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা এই বাসকে জব্দ করেছে রাজশাহী নগরীর বেলপুকুর থানার পুলিশ। এ ঘটনায় চালকের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা হয়েছে। যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। বুধবার রাত ১১টার দিকে বেলপুকুর থানার ঢাকা-রাজশাহী মহাসড়কে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, তারা জানতে পারেন যাত্রীবোঝাই একটি বাস রাজশাহী হয়ে ঢাকার উদ্দেশে যাচ্ছে। খবর পেয়ে রাজশাহী নগরীর বেলপুকুর থানার পুলিশ ‘চাঁপাই ট্রাভেলস’ নামের বাসটিকে থামায়। বাস থেকে একে একে ২৪ জন যাত্রী বেরিয়ে আসেন।
যাত্রীরা জানিয়েছেন, তাঁরা চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে বাসে করে ঢাকার দিকে যাচ্ছেন। তাঁদের অনেকে ঢাকার বিভিন্ন কারখানায় কাজ করেন। পরে বাসটিকে পুলিশ পুনরায় রহনপুরে পাঠিয়ে দেয়। এ ঘটনা ট্রাফিক পুলিশ বাদী হয়ে ট্রাফিক আইনে চালকের বিরুদ্ধে মামলা করেছে। ওই চালকের নাম ওহেদুর রহমান। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদরে।
বেলপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় চালক ওহেদুর রহমানের ট্রাফিক পুলিশ মামলা করেছেন। যাত্রীসমেত বাসটিকে রাতেই চাঁপাইনবাবগঞ্জে পাঠিয়ে দেওয়া হয়েছে।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন