ভ্রমণপিয়াসুদের জন্য কক্সবাজার একটি অন্যতম গন্তব্য। কিন্তু, রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণ রাজশাহীবাসীর জন্য বেশ কষ্টসাধ্য। বাস কিংবা ট্রেনে প্রায় ১৫-১৭ ঘণ্টার যাত্রা শেষে কক্সবাজার পোঁছানো যায়।
রাজশাহী-কক্সবাজার রুটে ভ্রমণকে সুখকর করতে সম্প্রতি চালু হয়েছে অভ্যন্তরীণ বিমান সেবা। এখন মাত্র দেড় ঘণ্টায় রাজশাহী থেকে কক্সবাজার ভ্রমণ করা যাবে। দীর্ঘসময় ধরে রাজশাহীবাসীর প্রাণের এ দাবি পূরণ করেছে বাংলাদেশের বিমানসেবা প্রদানকারী কর্তৃপক্ষ নভো এয়ার। সপ্তাহে মাত্র একদিন চলা এই রুটের ভাড়া সর্বনিম্ন ৬,০০০ টাকা।
সপ্তাহের বৃহস্পতিবার এবং রবিবার সরাসরি রাজশাহী থেকে কক্সবাজারে ২টি ফ্লাইট পরিচালনা করছে নভোএয়ার। এয়ারবাস টাইপের এই ফ্লাইটে শুধুমাত্র ইকোনোমি ক্লাস থাকে এবং এখানে বিজনেস ক্লাসের কোনো সুবিধা নেই।
রাজশাহী থেকে কক্সবাজার | প্রতি বৃহস্পতিবার | সকাল ১০:৩০ |
কক্সবাজার থেকে রাজশাহী | প্রতি রবিবার | দুপুর ৩:৪৫ |
পৌঁছাতে সময় লাগে: ১ ঘণ্টা ৩০ মিনিট -১২:০০
ভাড়া: ৮০০০ টাকা (যাতায়াত ১৬০০০ টাকা)
- নভো এয়ারের ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলে নিজেই টিকিট করে ফেলতে পারেন
- পরিচিত কোনো এজেন্সির মাধ্যমেও টিকিট করাতে পারেন
- টিকিট কেনার জন্য আপনার নাম, ইমেইল, ফোন নাম্বার এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দরকার হবে
কোন সিট সবথেকে ভালো?
বিমানের জানালার পাশের সিটগুলোই সবাই পছন্দ করে থাকে। এয়ারবাসের এই বিমানগুলোতে সর্বমোট ৭৬টি সিট থাকে। তবে এগুলোর মধ্যে মাঝের দিক সিটগুলো থেকে জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যায়।
কতটুকু মালামাল পরিবহণ করতে পারবেন?
- ঢাকা-রাজশাহী বা রাজশাহী-কক্সবাজার অর্থাৎ ডোমেস্টিক ফ্লাইটে সচরাচর ২০ কেজি চেক-ইন লাগেজ নেয়া যায়। এছাড়াও ৭ কেজি পর্যন্ত কেবিন লাগেজ আপনার সাথে নিয়ে ফ্লাইটে উঠতে পারবেন।
- বড় লাগেজ চেক-ইন করার সময় কাউন্টারে দিয়ে দিতে হয় এবং পরে গন্ত্যবের এয়ারপোর্ট থেকে বুঝে নিতে হয়।
- আপনি যে ব্যাগটি সাথে নিয়ে বিমানে উঠবেন সেই ব্যাগে কোনো প্রকার খাবার, পানি, ধারালো জিনিসপত্র ইত্যাদি নিতে পারবেন না। এ ব্যাপারে আগে থেকেই জেনে নিন।
(বিমানের সময়সূচি বা ভাড়া পরিবর্তন হতে পারে। এ ব্যাপারে সর্বশেষ খবরাখবর জানতে স্ব-স্ব এয়ালাইন্স এর ওয়েবসাইটে খবর রাখুন।)
ট্যাগসমূহঃ rajshahi to cox’s bazar flight schedule, rajshahi to cox’s bazar plane ticket price, rajshahi to cox’s bazar air ticket price novoair, rajshahi to cox’s bazar novoair, rajshahi to cox’s bazar air ticket price us-bangla airlines, রাজশাহী টু কক্সবাজার বিমান ভাড়া
১ কমেন্ট
সব ঠিক আছে কিন্তু আপনি নভোর এটিআর ৫০০/৬০০ বিমানকে কে কিভাবে এয়ারবাসের বিমান বানিয়ে দিলেন?