পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আগামী ৭ এপ্রিল থেকে শুরু হবে ট্রেনের অগ্রীম টিকিট বিক্রি। চলবে ১১ এপ্রিল পর্যন্ত। এইবারই প্রথম শতভাগ টিকিট দেওয়া হবে অনলাইনে। ফিরতি অগ্রিম টিকিট পাওয়া যাবে ১৫ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এই ঈদে থাকবে ৯ জোড়া বিশেষ ট্রেন ও সংযোজন করা হবে ৫৩টি যাত্রীবাহী কোচ। কালোবাজারি রোধে ও যাত্রীদের হয়রানি দূর করতে এবার শতভাগ টিকিট বরাদ্দ করা হবে অনলাইনে।

ঈদের আগের যাত্রার অগ্রীম টিকিট বিক্রির সময়সূচিঃ
টিকিট বিক্রয়ের তারিখ | যাত্রার তারিখ |
৭ এপ্রিল, ২০২৩ | ১৭ এপ্রিল, ২০২৩ |
৮ এপ্রিল, ২০২৩ | ১৮ এপ্রিল, ২০২৩ |
৯ এপ্রিল, ২০২৩ | ১৯ এপ্রিল, ২০২৩ |
১০ এপ্রিল, ২০২৩ | ২০ এপ্রিল, ২০২৩ |
১১ এপ্রিল, ২০২৩ | ২১ এপ্রিল, ২০২৩ |
ঈদের পরের যাত্রার অগ্রীম টিকিট বিক্রির সময়সূচিঃ
টিকিট বিক্রয়ের তারিখ | যাত্রার তারিখ |
১৫ এপ্রিল, ২০২৩ | ২৫ এপ্রিল, ২০২৩ |
১৬ এপ্রিল, ২০২৩ | ২৬ এপ্রিল, ২০২৩ |
১৭ এপ্রিল, ২০২৩ | ২৭ এপ্রিল, ২০২৩ |
১৮ এপ্রিল, ২০২৩ | ২৮ এপ্রিল, ২০২৩ |
১৯ এপ্রিল, ২০২৩ | ২৯ এপ্রিল, ২০২৩ |
২০ এপ্রিল, ২০২৩ | ৩০ এপ্রিল, ২০২৩ |
ট্রেনের অগ্রীম টিকিট কাটবেন যেভাবেঃ
একজন যাত্রী ঈদ অগ্রীম টিকিট ও ফেরত টিকিট উভয় ক্ষেত্রে সর্বোচ্চ একবার এবং প্রতি ক্ষেত্রে সর্বোচ্চ ৪ টি টিকিট ক্রয় করতে পারবেন। একজন নিবন্ধনকৃত যাত্রী সর্বোচ্চ ৪ (চার) টি টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহযাত্রীদের এনআইডি/জন্মনিবন্ধন নম্বর ইনপুট দেওয়ার ব্যবস্থা থাকবে। অনলাইনে ঈদের অগ্রীম টিকিট বিক্রি শুরু হবে প্রতিদিন সকাল ৮টা থেকে। অনলাইনে টিকিট করার জন্য যাত্রীদের রেলওয়ে ওয়েব সাইটে বা রেলসেবা অ্যাপ থেকে এনআইডি বা জন্মনিবন্ধন দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অ্যাকাউন্ট ভ্যারিফাই হয়ে গেলে তারপর যাত্রীগণ তাদের যাত্রার টিকিট ক্রয় করতে পারবেন।
রেলওয়ে সাইটঃ https://eticket.railway.gov.bd/
অ্যাপ লিংকঃ https://play.google.com/store/apps/details?id=com.shohoz.dtrainpwa&hl=bn&gl=US
বাসের অগ্রীম টিকিট কাটবেন যেভাবেঃ
বাসের অগ্রীম টিকিট কাটতে পারবেন সরসরি বাস কাউন্টারে গিয়ে বা বাস কম্পানিগুলোর নিজস্ব সাইট থেকে। প্রিয় পাঠক, আপনাকে কিছু সাইটের লিঙ্ক দিয়ে দেওয়া হলো যেখানে আপনারা বাসের টিকিট অনলাইনে ক্রয় করতে পারবেন।
দেশ ট্রাভেলসঃ https://deshtravelsbd.com/
ন্যাশনাল ট্রাভেলসঃ https://www.nationaltravels-bd.com/
গ্রামীণ ট্রাভেলসঃ https://www.grameentravelsbd.com/
হানিফ পরিবহনঃ https://www.hanif-enterprise.com/
শ্যামলী পরিবহনঃ https://shyamolitickets.com/