পদ্মা গার্ডেন:
পদ্মা নদীর পাশে উন্মুক্ত এই বিনোদন কেন্দ্রটি অবস্থিত হওয়ায় এর নাম ‘পদ্মা গার্ডেন’। অত্যন্ত মনোরম এই বিনোদন কেন্দ্রটি রাজশাহীর জিরো পয়েন্ট থেকে দক্ষিণ দিকে ৩ থেকে ৪ মিনিট হাঁটলেই পাওয়া যাবে। অথবা আপনি জিরো পয়েন্ট থেকে রিকশাযোগেও যেতে পারবেন। ভাড়া নিবে ১০ টাকা। এখানে অনেকগুলো রেস্তোরাও আছে দর্শনার্থীদের জন্য।

মুক্তমঞ্চ:
এটি রাজশাহী শহরের পাঠানপাড়ায় পদ্মা নদীর তীরে নির্মিত উন্মুক্ত বিনোদন কেন্দ্র। রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ২০১৩ সালে পদ্মাপাড়ের সৌন্দর্য বর্ধন ও বিনোদনের জন্য পাঠানপাড়ায় ৫৫ একর জমির উপর নির্মাণ করা হয়। মরমী কবি লালন শাহের নামে নামকরণ করা লালন শাহ পার্কটি। রাজশাহীর জিরো পয়েন্টে থেকে ফায়ার সার্ভিস মোড় দিয়ে দক্ষিণ দিকে গেলেই দেখা মিলবে।

মুক্তমঞ্চ নামেই বেশি পরিচিত এই লালন শাহ পার্কটির। রিকশাতে ভাড়া পড়বে ২০-৩০ টাকা। অথবা আপনি জিরো পয়েন্ট থেকে ৫ টাকা দিয়ে অটোতে করে ফায়ার সার্ভিস মোড় পর্যন্ত যেতে পারেন। সেখান থেকে ২ মিনিট দক্ষিণ দিকে হাঁটলেই পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত জায়গাটি।
বিজিবি নোঙর:
বর্ডার গার্ড ব্যাটালিয়ন মনোরম পরিবেশে নিরাপদ বিনোদনের ব্যবস্থা করেছে পদ্মা নদীর কিনারে। ২০১৩ সালে প্রায় ৬ একর জমির উপর গড়ে তোলা হয়েছে এই বিনোদন কেন্দ্রটি। যেখানে রয়েছে ‘সীমান্ত নোঙর’ ও ‘সীমান্ত অবকাশ’ নামের দুইটি বিনোদন কেন্দ্র।

লালন শাহ পার্ক অর্থাৎ মুক্তমঞ্চের পাশেই এর অবস্থান। আপনি মুক্তমঞ্চ ঘুরতে গিয়েই একবারে ঘুরে আসতে পারেন জায়গাটি। অথবা রাজশাহীর জিরো পয়েন্ট থেকে সরাসরি ৩০ টাকা ভাড়া দিয়ে রিকশাযোগে যেতে পারবেন।
টি বাঁধ:
রাজশাহী শহরে পদ্মা নদীর তীরে রয়েছে বেশ কয়েকটি বাঁধ। তেমনই ইংরেজি অক্ষর T-এর আকৃতি অনুসারে তৈরি একটি বাঁধ হচ্ছে টি-বাঁধ। রাজশাহীর অন্যতম বিনোদন কেন্দ্র এটি। এই বাঁধে রয়েছে অনেক ধরনের সারি সারি গাছ।

যেসবের ছায়ায় মন জুড়িয়ে যায় সবার। টি-বাধেঁর সূর্যদয় থেকে সূূর্যাস্ত সবকিছুই সবাইকে মুগ্ধ করে প্রতিনিয়ত। আপনাকে রাজশাহীর জিরো পয়েন্ট থেকে রিকশা নিয়ে সিএন্ডবি মোড় হয়ে যেতে হবে টি-বাঁধে। ভাড়া পড়বে ৩০-৪০ টাকা।
আই বাঁধ:
ইংরেজী অক্ষর I-এর মতো দেখতে এই বাঁধটি সবার অত্যন্ত পছন্দের জায়গা। ছুটির দিনে এখানে বেশি লোকজনের সমাগম হয়। এই বাঁধের প্রাকৃতিক সৌন্দর্য যে কাউকে করবে বিমোহিত। বাঁধের পাশেই রয়েছে রাজশাহী হাইটেক পার্ক।

জিরো পয়েন্ট থেকে আপনি একদম পশ্চিম দিক দিয়ে কোর্ট বাজার হয়ে যেতে পারবেন এই বাঁধে। রিকশাতে যেতে আপনাকে গুণতে হবে ৪০-৫০ টাকা অথবা কয়েকজন মিলে জনপ্রতি ১৫ টাকা দিয়ে অটোতে করেও যেতে পারবেন নয়নাভিরাম রাজশাহীর প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত এই বাঁধে।