ছবি তুলতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া দায়। কিন্তু ছবি তোলার জন্য সুন্দর জায়গা অনেকেই খুঁজে পান না। প্রিয় রাজশাহী এক্সপ্রেস পাঠক, চলুন আজ রাজশাহী শহরের কিছু সুন্দর জায়গার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই, যেগুলো ফটোশ্যুটের জন্য একদম পারফেক্ট!
প্যারিস রোডঃ রাজশাহী শহরে ফটোশ্যুটের কথা আসলেই সবার আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডের কথা মাথায় আসে। এই প্যারিস রোডের দু’পাশের বড় বড় গাছপালার ব্যাকগ্রাউন্ড আপনার ছবিতে যোগ করবে অন্য রকম এক মুগ্ধতা!
চারুকলা অনুষদঃ ছবি তোলার জন্য আরেকটি সুদৃশ্য জায়গা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। চারুকলা সাধারণত সৌন্দর্যের জন্য বিকশিত হয়। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ভাস্কর্য থেকে শুরু করে রঙিন সব দেয়াল। যা ছবি তোলার জন্য মনোরম।
বধ্যভূমিঃ ছবি তোলার ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটি সবারই অত্যন্ত প্রিয়। ৪২ ফুট উচ্চতা বিশিষ্ট স্মৃতিস্তম্ভটির পাশে দাঁড়িয়ে কিংবা এর পাশে বসে ছবি তুলতে সকলেই স্বাচ্ছন্দ্যবোধ করেন। বধ্যভূমি বিশ্ববিদ্যালয়ের পশ্চিম দিকে শহীদ শামসুজ্জোহা হলের পাশে অবস্থিত।
আর্কিটেক্ট বিল্ডিং রুয়েটঃ রুয়েটের আর্কিটেকচার বিল্ডিংটা রাজশাহীর সৌন্দর্যময় একটি বিল্ডিং। এখানে মানুষজন মূলত ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি করতে যান। এই বিল্ডিংয়ের অসাধারণ গঠন আপনাকে তীব্রভাবে করবে মোহিত।
তালাইমারি থেকে আলুপট্টি রোডঃ এই রাস্তার সৌন্দর্য আর রাস্তার পাশের ফুলের সৌরভ যে কাউকে অনায়াসে করবে মুগ্ধ। এই রাস্তায় রয়েছে বৈচিত্র্যময় সড়কবাতি। সবচেয়ে সুন্দর ছবি পাবেন শেষ বিকেলে কিংবা রাতে।
সিএন্ডবি রোডঃ নগরীর গুরুত্বপূর্ণ এবং আর্কষণীয় জায়গাগুলোর একটি সিএন্ডবি মোড়। আর সিএন্ডবি রাস্তাটা অত্যন্ত মাধূর্যপূর্ণ। দিনে কিংবা রাতে যেকোনো সময় কিছু সুন্দর ছবি পেয়ে যাবেন নিমিষেই। তবে পুরো ফাঁকা ব্যাকগ্রাউন্ডে ছবি নিতে হলে খুব সকালে যেতে হবে সেখানে।
পদ্মার ধার এবং টি-বাঁধঃ রাজশাহীর পুরো পদ্মা নদীর পাড় জুড়েই রয়েছে নয়নাভিরাম সৌন্দর্যের বিশালতা যেখানে নদীকে ব্যাকগ্রাউন্ড করে মিলবে অসাধারণ সব ছবি। মূলত টি-বাঁধে পাবেন পৃথক কিছু ছবি যা আপনার মনকে করে তুলবে আনন্দিত।
প্লেনচত্ত্বর রোডঃ এই রাস্তাটি সম্প্রতি সবার কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। রাস্তার দু’পাশে রয়েছে বিভিন্ন ধরনের গাছ যেখানে দাঁড়িয়ে আপনি খুব সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। রয়েছে সৌন্দর্য বর্ধনের জন্য লাইটের সংযোজনও। এছাড়াও এই রাস্তা দিয়ে গেলে পাওয়া যাবে বুধপাড়া ফ্লাইওভার যা ছবি তোলার জন্য বেশ আকর্ষণীয়।
আমচত্ত্বরঃ রাজশাহীর ঐতিহ্যবাহী জায়গাগুলোর মধ্যে আমচত্ত্বর একটি। ছবি তোলার জন্যও এটা অধিক জনপ্রিয়। তিনটি আমের ভাস্কর্য দিয়ে বানানো হয়েছে এটি যা নওদাপাড়ায় অবস্থিত।
ফ্লাইওভার রাস্তাঃ সম্প্রতি উন্মুক্ত করে দেওয়া মেহেরচন্ডী ফ্লাইওভার ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটি। ফ্লাইওভার থেকে কিংবা ফ্লাইওভারে ওঠার রাস্তা থেকে পাওয়া যাবে কিছু অপূর্ব ছবি।
প্রিয় পাঠক, নয়নাভিরাম রাজশাহী শহরে আপনার তোলা ছবি আমাদের সাথে শেয়ার করতে পারেন কমেন্টে!