রাজশাহীকে শিক্ষানগরী হিসেবে উল্লেখ করা হয়, কেননা এটি ঐতিহ্যিকভাবে প্রাচীনকাল থেকে শিক্ষার ব্যাপারে ব্যাপকভাবে জড়িত। রাজশাহীর প্রাচীন ঐতিহ্যের প্রস্তুতির জন্য পাল রাজার সময়ে বৌদ্ধ মহাবিহারের অস্তিত্ব ছিলো, যা তখন বিশ্ববিদ্যালয়ের মতো কাজ করতো। এই মহাবিহারে বিভিন্ন শিক্ষার্থী বাংলার সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মে জ্ঞান অর্জন করেন।
বাংলার স্বাধীন সুলতান নুশরত শাহের শাসন আমলে রাজশাহীর বাঘায় মক্তব, মাদরাসা, খানকা গড়ে উঠেছিল। যা সেই সময়ে একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিলো। এই মাদরাসায় বাংলা এবং অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞান অর্জন করার সুযোগ ছিলো। এখানে দেশ ও বিদেশের শত শত শিক্ষার্থী আসতেন এবং ধর্ম ও ভাষাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতেন।
প্রিয় পাঠক, এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হলো প্রাচীনকাল থেকে রাজশাহীকে কিভাবে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হয়েছে। আসুন জেনে নিই বর্তমান সময়ের কিছু পরিচিত স্কুলের তথ্য।
★ রাজশাহী কলেজিয়েট স্কুল
দেশের প্রথম ও অতি প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রাজশাহী কলেজিয়েট স্কুল। ১৮২৮ সালে “বাউলিয়া ইংলিশ স্কুল” নামে সর্বপ্রথম এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। সম্ভবত ১৮৭৩ সালের দিকে এর নাম দকরণ হয় “রাজশাহী কলেজিয়েট স্কুল”। ২০০৮ সালে এ স্কুলে বিজ্ঞান ও ব্যবসায় শাখার মধ্য দিয়ে প্রথম একাদশ শ্রেণী চালু করা হয়। স্কুলটির ওয়েবসাইট www.rcs.edu.bd এবং ফোন নম্বর ০৭২১-৭৭৬৩৪৭।
★ গভঃ ল্যাবরেটরি হাই স্কুল, রাজশাহী
স্কুলটি সিপাইপাড়াতে অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজ ভবনে কয়েকটি কক্ষ দিয়ে শুরু হয়। পরবর্তীতে লক্ষ্মীপুরে নিজস্ব সবুজ চত্বরে স্থানান্তরিত হয়। স্কুলটি ১৯৬৯ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়। স্কুলটিতে বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। স্কুলটির ওয়েবসাইট rglhs.edu.bd এবং ফোন নম্বর 02588802304, মোবাইল নম্বর 01309-127024।
★ রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
স্কুলটি রাজশাহীর কাজীহাটাতে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৬ সালে এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। এখানে ৩য় থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলটির ওয়েবসাইট www.rmscraj.edu.bd এবং ফোন নম্বর 0247812532, মোবাইল নাম্বার 01309-127043।
★ রাজশাহী সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়
রাজশাহীর ঘনবসতিপূর্ণ সিরোইল মহল্লায় ১৯৬৭ সালের ১ জানুয়ারি সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয় যাত্রা শুরু করে। স্কুলটিতে বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। এ বিদ্যালয় থেকে পাশ করে গেছে ৪০ এর বেশি ব্যাচের ছাত্র। স্কুলটির ওয়েবসাইট www.sghs.edu.bd এবং ফোন নম্বর ২৫৮৮৮৫১৭৬৪।
★ সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, রাজশাহী
পি এন গার্লস স্কুল নামেও বিদ্যালয়টি স্থানীয়ভাবে পরিচিত। ১৮৬৮ সালে এই স্কুলের কার্যক্রম শুরু হয়। স্কুলটিতে বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। স্কুলটির ওয়েবসাইট pn.edu.bd এবং ফোন নম্বর 776331, মোবাইল নাম্বার 01712-769609, 01745-818780।
★ রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
এই বিদ্যালয়টি রাজশাহী কোর্ট অঞ্চলের হেলেনাবাদে মডেল স্কুল হিসাবে সরকার ১৯৬৭ সালে স্থাপন করেন।বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। স্কুলটির ওয়েবসাইট www.rgghsh.edu.bd এবং ফোন নম্বর 02588850473।
★ হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়
১৮৭৪ খ্রিস্টাব্দে রাজশাহীতে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বর্তমানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। স্কুলটির ওয়েবসাইট www.hmmghsraj.edu.bd এবং ফোন নম্বর ০৭২১–৭৭২১৭৯।
★ রাজশাহী ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ
এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীনে পরিচালিত। এখানে স্কুল এবং কলেজ শাখা বিদ্যমান, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। স্কুল শাখায় বর্তমানে তৃতীয় থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষা প্রদান করা হয়। মানসম্মত শিক্ষা প্রদানের জন্য স্কুলটির ব্যাপক সুনাম রয়েছে। কলেজটির ওয়েবসাইট www.ru.ac.bd/ruschool এবং ফোন নম্বর 0721711183
★ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
রাজশাহীর জেলা স্টেডিয়াম সংলগ্ন শালবাগানস্থ মনোরম পরিবেশে ২০১০ সালে প্রতিষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ সবই রয়েছে স্কুলটিতে। প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অত্যাধুনিক উপকরণ ও সুসজ্জিত শ্রেণিকক্ষের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা আছে বর্তমানে। ওয়েবসাইট www.rebmsc.edu.bd এবং ফোন নম্বর 02588863997।
★ রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ
কলেজটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। কঠোর শৃঙ্খলা রক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান ও পাবলিক পরীক্ষাসমূহে ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে রাজশাহী অঞ্চলে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ বিখ্যাত। বর্তমানে এ বিদ্যালয়ে ১ম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। কলেজটির ফোন নম্বর 0721-761037 এবং ওয়েবসাইট www.rcbsc.edu.bd
★ অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহী
কলেজটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত একটি স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৭৫ সালে অগ্রণী স্কুল হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান টি কার্যক্রম শুরু করে। বর্তমানে নার্সারি শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। স্কুলটির ওয়েবসাইট www.agraniruet.ac.bd এবং ফোন নম্বর ০২৫৮৮৮৬৭৫৫৯
★ মসজিদ মিশন একাডেমি স্কুল এন্ড কলেজ
মসজিদ মিশন একাডেমি, মির্জাপুর নামে একাডেমির যাত্রা শুরু হয় ১৯৮১ সালে, যার প্রাথমিক নির্মাণ কাজ শেষ করার পর ১৯৮২ সালে মিশনের নিজস্ব জমি বড়কুঠিতে এই একাডেমির কার্যক্রম শুরু করে। বর্তমানে নার্সারি শ্রেণি থেকে শুরু করে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হয়। স্কুলটির ওয়েবসাইট www.mmaraj.edu.bd এবং মোবাইল নম্বর 01716288206।
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় পাঠক, রাজশাহী শহরে অসংখ্য স্কুল আছে। সেগুলো আজকের প্রবন্ধে তুলে ধরা সম্ভব হলো না। স্কুল সম্পর্কিত উপর্যুক্ত তথ্যাদি কোনো মানদণ্ড বা র্যাংকের ভিত্তিতে সাজানো হয়নি। শিক্ষানগরী রাজশাহীর অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে কয়েকটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সুবিধার্থে যুক্ত করা হয়েছে।