রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (সংক্ষেপে-রাকাব) দেশের উত্তর-পশ্চিমাঞ্চল তথা রাজশাহী ও রংপুর বিভাগের সর্ববৃহৎ উন্নয়ন অংশীদার ও কৃষিঋণ সরবরাহকারী বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা-
মহামান্য রাষ্ট্রপতির ১৯৮৬ সনের ৫৮নং অধ্যাদেশ বলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) তদানিন্তন রাজশাহী প্রশাসনিক বিভাগে (বর্তমান রাজশাহী ও রংপুর প্রশাসনিক বিভাগ) অবস্থিত বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখাসমূহের দায় ও সম্পদ নিয়ে ১৯৮৭ সনের ১৫ মার্চ কার্যক্রম শুরু করে। রাকাবের কার্যক্রম মূলত রাজশাহী ও রংপুর অঞ্চলে। রাজশাহীতেই ব্যাংকের প্রধান কার্যালয় অবস্থিত।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কি সরকারি?
হ্যাঁ। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক সরকারি ব্যাংক। তবে এটি একটি বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক। যে সকল ব্যাংক গ্রাহকদের প্রয়োজন ও অর্থনীতির বিশেষ কোন দিক নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে থাকে তাকে বিশেষায়িত বা স্পেশালাইজড ব্যাংক বলা হয়।
বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক তিনটি। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ও প্রবাসী কল্যাণ ব্যাংক।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখাসমূহ-
বর্তমানে ব্যাংকটির ঢাকায় একটি সহ রাজশাহী ও রংপুর বিভাগে দুটি বিভাগীয় কার্যালয়, ১৮টি জোনাল কার্যালয়, উপজেলা পর্যায়ে ৬০টি এবং ইউনিয়ন পর্যায়ে ৩০৮টি গ্রামীণ শাখাসহ মোট ৩৮৪টি শাখা আছে। শাখাগুলো জানতে- http://www.rakub.org.bd/branch.php
★রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সুদের হার-
ঋণ সুদ হার: ৯% ও আমানত সুদ হার: ৪%। বিস্তারিত ছবিতে সংযুক্ত।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হেড অফিস-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক দেশের একমাত্র বিশেষায়িত রাষ্ট্রায়ত্ত ব্যাংক যার প্রধান কার্যালয় ঢাকার বাইরে রাজশাহীতে অবস্থিত।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা-
সরকার কর্তৃক ঘোষিত নীতিমালার সংগে সামঞ্জস্যপূর্ণ নীতি নির্ধারণের দায়িত্ব পালনের জন্য ব্যাংকে সাত সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদ রয়েছে। ব্যাংকের অনুমোদিত জনবল ৬,১৮০। তন্মধ্যে কর্মকর্তা ৩,৮৮৮ ও কর্মচারি ১,৪৫৪ জন। বর্তমানে কর্মরত ৩,৮৮৪ জনের মধ্যে কর্মকর্তা ২,৫৩৩ ও কর্মচারি ১,৩৫১ জন (১৩ জুলাই ২০২১ পর্যন্ত)। রাকাব-এর অনুমোদিত মূলধনের পরিমাণ ১০০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধনের পরিমাণ ৮২৫ কোটি টাকা।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে চাকরির সুবিধা-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে নিয়োগপ্রাপ্তদের জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, সিনিয়র অফিসার পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা স্কেলে ও অফিসার পদে ১৬০০০- ৩৮৬৪০ টাকা স্কেলে বেতন এবং নিয়মানুযায়ী অন্যান্য সুবিধা দেয়া হয়।
আবেদন প্রক্রিয়া: যোগ্য প্রার্থীদের অনলাইনে erecruitment.bb.org.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হয়। অনলাইন আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ২০০ টাকা ডাচ বাংলা ব্যাংক লিমিটেডের পেমেন্ট গেটওয়ে রকেট এর মাধ্যমে প্রদান করতে হয়।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক/স্নাতক(সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে সিনিয়র অফিসার ও অফিসার পদে আবেদন করা যায়। এসএসসি বা সমমান এবং এর পরবর্তী পর্যায়ের পরীক্ষাসমূহে কমপক্ষে দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হয় কোনো পর্যায়েই তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হয় না।
★ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
ব্যাংকার্স সিলেকশন কমিটির মাধ্যমে দেশের সব সরকারি ব্যাংকে জনবল নিয়োগ করা হয়। প্রতিবছরই সরকারি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান থেকে প্রায় পাঁচ থেকে ছয় হাজার কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া, পরীক্ষা নেওয়া ও সুপারিশ করা হয় এবং মেধার ভিত্তিতে প্যানেল তৈরি করা হয়। যারা চাকরি পেয়েও গমযোগদান করেন না, তাদের জায়গায় সেই প্যানেল থেকে নিয়োগ দেওয়া হয়। এই লিংক থেকে সব নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলার দেখা যাবে-https://erecruitment.bb.org.bd/career/jobopportunity_bscs.php
★ আমানত সংগ্রহ
রাকাব বিশেষায়িত ব্যাংক হলেও অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের ন্যায় আমানত সংগ্রহ কার্যক্রম এবং বৈদেশিক বাণিজ্যসহ অন্যান্য বাণিজ্যিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। দেশের বাণিজ্যিক ব্যাংকসমূহে প্রচলিত বিভিন্ন আমানত কার্যক্রম ছাড়াও এ ব্যাংকে বিশেষ আমানত স্কীম চালু রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য স্কীমসমূহ নিম্নরূপ:
- রাকাব সঞ্চয় প্রকল্প (RSS)
- কৃষক সঞ্চয় প্রকল্প (KSS)
- রাকাব ডাবল মানি স্কীম (RDMS)
- রাকাব দৈনিক লাভ হিসাব (RDP)
- রাকাব গ্রামীণ পেনশন সঞ্চয় প্রকল্প(RGPS)
- রাকাব মাসিক মুনাফা স্কীম (RMPS)
- রাকাব ট্রাভেল সঞ্চয় স্কীম (RTSS)
- রাকাব মাসিক সঞ্চয় স্কীম (RMSS)
- রাকাব মিলিয়নিয়ার ডিপোজিট স্কীম (RMDS)
বর্তমানে ব্যাংকের আমানতের পরিমান ৫২৪২.০৫ কোটি টাকা এবং আমানতকারীর সংখ্যা ৩৯২৮৬৪৮ জন।
★ যোগাযোগ-
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক
প্রধান কার্যালয়
২৭২, বনলতা বাণিজ্যিক এলাকা
বিমানবন্দর রোড, রাজশাহী।
Email: info@rakub.org.bd
Website: www.rakub.org.bd
Phone: +88-0247-860054
Fax: +88-0247-860516