১৯৭৩ সালে প্রতিষ্ঠিত এই রাজশাহী কলেজ দেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। যার ভবনগুলোর কাঠামো নিশ্চিন্তে ভাবনার জগতে দাগ কাটে যে কারো। জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে কয়েকবারের মতো দেশসেরা হয়েছে রাজশাহী কলেজ। এছাড়াও রয়েছে সেরা সরকারি কলেজ হওয়ারও সুনাম।
শুধু পড়াশোনায় সেরা নয় প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা মনোরম পরিবেশ এবং লাল দেওয়ালের এই বৈচিত্র্যময় কলেজের মাধুর্যতা যে কাউকেই করে তুলে বিমোহিত। উল্লেখ্য বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান করা শুরু হয়।
প্রিয় পাঠক, সকলের সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ লিংক শেয়ার করা হলো –
রাজশাহী কলেজের ওয়েবসাইট –https://rc.edu.bd/
রাজশাহী কলেজ নোটিশ বোর্ড – https://rc.edu.bd/all-notices/
রাজশাহী কলেজের শিক্ষকদের তালিকা – https://rc.gov.bd/teachers-list/
রাজশাহী কলেজের আসন সংখ্যা – এই কলেজে এইচএসসির জন্য মোট ৬০০ টি এবং স্নাতকের জন্য মোট ৩৭৩০ টি সিট সংখ্যা রয়েছে।
রাজশাহী কলেজ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ – https://rc.gov.bd/political-science/
রাজশাহী কলেজ ইতিহাস বিভাগ – https://rc.gov.bd/history/
রাজশাহী কলেজ অনার্স ভর্তি 2023 – https://rc.gov.bd/admission-formfillup/
রাজশাহী কলেজ অনার্স সাবজেক্ট লিস্ট – https://rc.gov.bd/subject-information/
রাজশাহী কলেজ প্রিলিমিনারী টু মাস্টার্স ভর্তি নোটিশ – https://rc.gov.bd/admission-formfillup/
রাজশাহী কলেজে ভর্তির জন্য কত নম্বর লাগবে – একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্যতাঃ বিজ্ঞান শাখায় মোট আসন আছে ৩০০, ব্যাবসায় এ ১৫০ এবং মানবিক এ ১৫০ টি। বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫, ব্যাবসায় শিক্ষায় নূন্যতম ৩.৭৫ আর মানবিক এ নূন্যতম ৩.৫ পয়েন্ট পেলে ভর্তির জন্য আবেদন করতে পারবে। এছাড়াও ভর্তির জন্য গড়ে ১২৪৫+ নম্বর হলে চান্স পাবার সম্ভাবনা বেশি থাকে।