নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে অগ্নিনির্বাপন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে এগারোটায় এই প্রশিক্ষণ মহড়ায় সকল শিক্ষক-কর্মকর্তা, কর্মচারীগণ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
মহড়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফাকামাল। প্রধানঅতিথি বলেন, ‘অগ্নিঝুঁকি নিরুপন করে নিয়মিত এই ধরনের প্রশিক্ষণ মহড়া চালানো হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে সকলের মধ্যে আত্মসচেতনতা তৈরি হবে এবং যা বাস্তবজীবনে কাজেলাগবে। দয়ারামপুর ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একদল ফায়ার ফাইটার কর্মী এ প্রশিক্ষণ মহড়া পরিচালনায় সহায়তা করেন। মহড়ায় অগ্নিকান্ডের কারণ, করণীয় সমূহ এবং অগ্নিনির্বাপনের বিভিন্ন কৌশল ও উপকরণ ব্যবহারের প্রশিক্ষণ দেয়া হয়।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, অতিরিক্ত রেজিস্ট্রার, সকল অনুষদের ডিনগণ, প্রক্টর, বিভাগীয়প্রধান, শিক্ষক মন্ডলী,ছাত্র-ছাত্রীরা, কর্মকর্তাও কর্মচারীগণ।