নওগাঁয় করোনা উপসর্গ নিয়ে ঢাকা থেকে আসা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে নিজ বাড়িতে তার মৃত্যু হয়।
নওগাঁ সদর হাসপাতালের সিভিল সার্জন আখতারুজ্জামান আলাল জানান, ওই ব্যক্তি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। গত ১৫ এপ্রিল তিনি নওগাঁয় আসেন। এরপর থেকেই জ্বর-সর্দিতে ভুগছিলেন। বিষয়টি জানার পর গতকাল ১৬ এপ্রিল বিকেলে তার শরীর থেকে নমুনাও সংগ্রহ করা হয়েছিলো। কিন্তু আজ সকালে তার মৃত্যু হয়।
সিভিল সার্জন বলেন, ওই ব্যক্তি আগে থেকেই এজমা সমস্যায় ভুগছিলেন। তবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কিনা তা নমুনা পরীক্ষার পরই জানা যাবে। ওই পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যথাযথ নিয়ম মেনে তাকে দাফন করা হবে।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ