নওগাঁয় নতুন করে ৩২ জনের শরীরে করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হয়েছে। এদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা, তিন চিকিৎসক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় নওগাঁর ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, সর্বশেষ ৭৩ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) পাঠানো হয়েছিল। মঙ্গলবার আসা ফলাফলে জেলায় সাত উপজেলায় নতুন করে ৩২ জনের শরীরে করোনা পজিটিভ এসেছে বলে জানা গেছে।
সাত উপজেলায় আক্রান্তদের মধ্যে মহাদেবপুরে ছয়জন, রাণীনগরে সাতজন, নিয়ামতপুরে আটজন, সাপাহারে সাতজন, পত্নীতলায় দু’জন, ধামুইরহাটে একজন ও বদলগাছী উপজেলায় একজন। আক্রান্তদের স্থানীয় স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে।
ডেপুটি সিভিল সার্জন আরও জানান, আক্রান্তদের মধ্যে পত্নীতলা থানার পরিদর্শক (ওসি), পরিদর্শক (তদন্ত), মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন ও রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন মেডিক্যাল অফিসার, নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তিনজন ও বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।
আক্রান্তরা সবাই হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর মোরশেদ।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ