রাজশাহী বিভাগে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০৫ জনে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৫৪ জন। এখন পর্যন্ত করোনায় প্রাণ গেছে ৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩১ জন। বিভাগের ৮ জেলার মধ্যে বগুড়ায় সর্বোচ্চ ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে।
রোববার (২৪ মে) দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য এসব তথ্য জানান।
তিনি জানান, রাজশাহী বিভাগে গত ১২ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। এরপর আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। ঈদের পর পরিস্থিতির অবনতিরও আশঙ্কা রয়েছে। বিভাগের ৮ জেলায় শনাক্ত ৬০৫ জনের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন ১৭৮ জন। করোনায় প্রাণ গেছে এ পর্যন্ত ৫ জনের। রাজশাহীতে ২ জন, বগুড়া, নাটোর ও সিরাজগঞ্জে একজন করে মারা গেছেন।
গোপেন্দ্রনাথ আচার্য্য জানান, সর্বোচ্চ ১৬৬ জনের করোনা শনাক্ত হওয়ায় বিভাগে করোনার নতুন হটস্পট এখন বগুড়া জেলা। এ জেলার ২৮ জন করোনা আক্রান্ত এখন হাসপাতালে চিকিৎসাধীন। সুস্থ হয়েছেন ১৭ জন। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে জয়পুরহাটে। সেখানে সব মিলিয়ে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ১২ জনের। নওগাঁয় বিভাগের তৃতীয় সর্বোচ্চ ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় এ জেলায় ১২ জনের করোনা ধরা পড়েছে।
এদিকে রাজশাহী জেলায় করোনা রোগী ৩৯ জন। পাবনায় ৩১ জন, নাটোরে ৫১ জন, চাঁপাইনবাবগঞ্জে ৪৬ জন ও সিরাজগঞ্জে ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ ৫ জেলায় গত ২৪ ঘণ্টায় কোনো রোগী শনাক্ত হয়নি।
খবর কৃতজ্ঞতাঃ বাংলানিউজ