আজ শুক্রবার বাদ জুমা ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাহু সাল্লাম এর প্রতি ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে ইসলামকে অবমাননা করার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ হেফাজতে ইসলামের পক্ষ থেকে রাজশাহী জেলা শাখার মাধ্যমে এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়।
এই বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন হেফাজতে ইসলামের রাজশাহী জেলার সভাপতি মাওলানা তৈয়বুর রহমান নিজামী।
এ সময় বক্তারা বলেন, ‘ফ্রান্সের সরকারের প্রত্যক্ষ মদতে ইসলামকে অবমাননা করে রাসূল সাল্লাহু সাল্লাম কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করা হয়েছে। শুধু ফ্রান্সে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। এর প্রতিবাদে আজ আমরা এখানে সমবেত হয়েছি। আমরা সেইসব ঘটনার নিন্দা জানাই। আমাদের রাসুল কে কতটা ভালোবাসি আমরা রক্ত দিয়ে প্রমাণ করব। আমাদের নবীকে নিয়ে কটুক্তি করা হলে আমরা ঘরে বসে থাকবো না।’
এই বিক্ষোভ মানববন্ধন থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে।
মানববন্ধনে বক্তব্য দান করেছেন মাওলানা আহমেদ, মিনহাজ উদ্দিন, মুফতি মোঃ ইয়াকুব, হাবিবুর রহমান কাসেমী, জাকারিয়া হাবিবী, মুফতি আলী আকবর ফারুকী, মুফতি হোসাইন আহমেদ, বোরহানউদ্দিন সাঈদ প্রমুখ।
রাজশাহীর জিরো পয়েন্ট থেকে মিছিল শুরু হয় কুমারপাড়া প্রদক্ষিণ করে পুনরায় জিরো পয়েন্টে এসে বিক্ষোভ মিছিল সম্পন্ন হয়।