চাঁপাইনবাবগঞ্জের আধুনিক সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় মৃত্যু হয়েছে ৩১ জনের।
শুক্রবার (২৮ মে) তাদের মৃত্যু হয়। তারা হলেন, সদর উপজেলার রজলি বেগম (৭৫) ও সাকেরা বেগম (৫০) এবং রাজশাহীর গোদাগাড়ি উপজেলার একরামুল হক (৭০)।
শুক্রবার (২৮ মে) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধুরী।
তিনি জানান, তাদের মধ্যে দুইজন করোনা পজিভিট এবং অপরজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। তারা করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাদের শ্বাসকষ্টের পাশাপাশি ডায়াবিটিসসহ অন্যান্য রোগও ছিল।
খবর কৃতজ্ঞতাঃ জাগোনিউজ২৪