ভ্রমণ, চিকিৎসা, ব্যবসা, পড়াশোনাসহ নানা কারণেই রাজশাহীবাসীর কাছে ভারত (বিশেষত কোলকাতা) আগ্রহের স্থান। আবার ভারতের নানা জায়গায় ভ্রমণের সময় অধিকাংশ ক্ষেত্রে কোলকাতা হয়ে যেতে হয়।
রাজশাহী থেকে বিভিন্ন রুটে কোলকাতা যাওয়া যায়। তবে কীভাবে ও কোন রুটে কম খরচে কিংবা সহজেই রাজশাহী থেকে কোলকাতা যাওয়া যায় সে ব্যাপারে সবারই কম-বেশি দ্বিধা থাকে। সে উদ্দেশ্যেই আজকে রাজশাহী থেকে কম খরচে কোলকাতা যাবার উপায় রাজশাহী এক্সপ্রেস পাঠকদের জন্য তুলে ধরা হলো:
কম খরচে রাজশাহী থেকে কোলকাতা যেতে চাইলে আপনাকে রেলপথ ব্যবহার করতে হবে। রেলপথে ভ্রমণে খরচ যেমন কম, তেমনি আরামদায়ক ও তুলনামূলক নিরাপদ। তবে রাজশাহী থেকে কোলকাতা সরাসরি ট্রেন এখনো চালু হয়নি। রেলপথে রাজশাহী থেকে কোলকাতা যেতে প্রথমে আপনাকে রাজশাহী রেলস্টেশন থেকে যশোর রেলস্টেশন পর্যন্ত যেতে হবে।
রাজশাহী রেলস্টেশন থেকে যশোর পর্যন্ত ট্রেনে যাবেন যেভাবে:
রাজশাহী থেকে যশোর পর্যন্ত দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল করে।
১। সাগরদাঁড়ি এক্সপ্রেস। রাজশাহী থেকে ছাড়ে সকাল ৬:৪০ মিনিটে, যশোরে পৌঁছায় সকাল ১০:৫৮ মিনিটে, সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ১০ মিনিট। বন্ধের দিন: সোমবার।
২। কপোতাক্ষ এক্সপ্রেস। রাজশাহী থেকে ছাড়ে দুপুর ২:১৫ মিনিটে, যশোরে পৌঁছায় সন্ধ্যা ৬:৪৬ মিনিটে, সময় লাগে প্রায় ৪ ঘণ্টা ৩১ মিনিট। বন্ধের দিন: মঙ্গলবার ।
ট্রেন ভাড়া: স্নিগ্ধা- ৪৯৫ টাকা, শোভন চেয়ার- ২৬০ টাকা। অনলাইনে টিকিট কাটলে টিকিটপ্রতি অতিরিক্ত ২০ টাকা যোগ হবে।
পাঠক, কোলকাতা যেতে রাজশাহী রেলস্টেশন থেকে যশোর পর্যন্ত সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে গেলে সুবিধা হবে। অন্যদিকে কপোতাক্ষ এক্সপ্রেসে গেলে আপনাকে যশোরে একরাত থাকতে হবে, কেননা ততক্ষণে ইমিগ্রেশন বন্ধ হয়ে যাবে।
যশোর রেলস্টেশনে পৌঁছে সেখান থেকে বেনাপোল বর্ডারের উদ্দেশ্যে যেতে প্রথমে অটোরিকশা যোগে যশোর বাসটার্মিনালে যেতে হবে। সেখান থেকে বাসে করে বেনাপোল।
যশোর থেকে বেনাপোলের দূরত্ব প্রায় ৪৪ কিলোমিটার। সড়ক পথে যশোর থেকে বেনাপোলে পৌঁছাতে আনুমানিক ১ ঘন্টা ১৩ মিনিট সময় লাগবে এবং যশোর থেকে বেনাপোল যেতে আপনার যশোর-বেনাপোল হাইওয়ে রোড ধরে আগাতে হবে।
যশোর থেকে বেনাপোলের বাস ভাড়া হলো ১২০-১৩০ টাকা। তবে যশোর থেকে বেনাপোল যাওয়ার জন্য কোন চেয়ার কোচ বাস পাবেন না। যেতে হবে লোকাল বাসে। বেনাপোল পৌঁছে অটোরিকশা যোগে বেনাপোলে বর্ডারে যেতে হবে।
এরপর বাংলাদেশে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করে ভারতীয় ইমিগ্রেশন দপ্তরে যেতে হবে। ভারতে ইমিগ্রেশন শেষ হলে ২-৩ মিনিট হেঁটে সিএনজি স্টেশনে যেতে হবে। সেখান থেকে সিএনজিতে জনপ্রতি ৫০ রুপিতে বনগাঁ রেলস্টেশনে যেতে হবে। এরপর বনগাঁ স্টেশন থেকে জনপ্রতি ১৫-৩০ রুপি দিয়ে লোকাল ট্রেনে শিয়ালদহ বা দমদম স্টেশন এবং শিয়ালদহ বা দমদম স্টেশন থেকে কম খরচে মেট্রো রেলে এসপ্ল্যানেডে (কোলকাতা নিউ মার্কেট স্টপেজ) বা পার্ক স্ট্রিটে যেতে হবে।
বনগাঁ থেকে ট্রেনে এভাবে কোলকাতা যেতে সময় লাগবে প্রায় ২ ঘন্টা। সব মিলিয়ে কম খরচের মধ্যে রাজশাহী থেকে কোলকাতা যেতে প্রায় ৭০০-৮৫০ টাকা খরচ হবে।
এছাড়া আপনি চাইলে ইমিগ্রেশন শেষে বনগাঁ থেকে ট্রেনে না গিয়ে বাসে ননএসি বা এসি বাসে ২৫০-৩০০ রুপিতে কোলকাতা যেতে পারবেন। তবে বাসে গেলে প্রায় ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টার মতো সময় লাগবে, যা ট্রেনের তুলনায় অনেক বেশি।
বিকল্প রুট:
প্রিয় পাঠক, আপনি খুলনা থেকে সরাসরি ট্রেনে চেপেও কোলকাতায় যেতে পারবেন। “বন্ধন এক্সপ্রেস” ট্রেনটি আন্তর্জাতিক যাত্রীবাহী ট্রেন যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।
খুলনা থেকে কোলকাতা (প্রত্যেক বৃহস্পতিবার) ট্রেন নম্বর: ১৩১৩০। টিকেট কাটতে হয় খুলনা রেলওয়ে স্টেশন থেকে।
বাংলাদেশ সময় দুপুর ১টা ৩০মিনিটে খুলনা থেকে ছাড়ে এবং কোলকাতায় পৌঁছে সন্ধ্যা ৬টা ১০মিনিট (ভারতীয় সময়)।
বন্ধন এক্সপ্রেসে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হয়। তবে, বন্ধন এক্সপ্রেসে ভ্রমণের জন্য যাত্রীকে অনলাইন ভিসা ফর্মে নিচে উল্লেখিত পছন্দ গুলোর একটি বেছে নিতে হয়:
১. রেল পথে গেদে/হরিদাসপুর;
২. রেল পথে গেদে/বিমানে;
৩. রেল পথে গেদে/সড়ক পথে হরিদাসপুর;
বিস্তারিত জানতে: https://hcidhaka.gov.in/Bandhan_Express
রাজশাহী থেকে বাসে সরাসরি কোলকাতা-
বাংলাদেশের দেশ ট্রাভেলস রাজশাহী টু কোলকাতা বাস সার্ভিস পরিচালনা করে থাকে।
রাজশাহী থেকে বাস ছাড়ার সময়সূচি:
প্রতিদিন রাজশাহী টু কলকাতা
এসি: রাত ১২.১৫ মিনিট
নন-এসি: রাত ১২.২৫ মিনিট
ভাড়া-এসি: ১৯০০ টাকা,নন-এসি: ১২০০ টাকা
প্রয়োজনীয় ফোন নম্বর:
🔸রাজশাহী হেড কাউন্টার: 01762-684400
🔹নাটোর টার্মিনাল: 01762-684402, 0771-62711
কোলকাতা জোন:
🔹পেট্রাপোল চেকপোস্ট: 0091-03215245-028,006,600
🔹কোলকাতা অফিস/কাউন্টার: 0091-9830821922, 0091-9775631807
🔰অনলাইনে টিকিট কাটতে: www.deshtravelsbd.com
বিশেষ দ্রষ্টব্য: টিকিট কাটার জন্য অবশ্যই পাসপোর্টের কপি লাগবে।
প্রিয় পাঠক, রাজশাহী থেকে আপনার কোলকাতা ভ্রমণ নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোক।
২ কমেন্টস
রাজশাহী থেকে ট্রেনে কোলকাতা যাওয়ার কথা বলা হলে বাংলাদেশের দর্শনা এবং ভারতের গেদে বর্ডার সব চেয়ে সহজ।
রাজাশাহী থেকে ট্রেনে চেপে দর্শনা হল্ট স্টেশনে। সেখান থেকে ভ্যান বা অটোতে করে বর্ডার এ। এর পর ওপারে গিয়ে, গেদে বর্ডারে গেলেই স্টেশন। লোকাল ট্রেনে চেপে সোজা শিয়ালদহ স্টেশনে।
এবং খরচও কম হয়।