রাজশাহীকে একটি শিক্ষানগরী হিসেবে উল্লেখ করা হয়। রাজশাাহী ঐতিহ্যিকভাবে প্রাচীনকাল থেকে শিক্ষার ব্যাপারে ব্যাপকভাবে জড়িত। রাজশাহীর প্রাচীন ঐতিহ্যের প্রস্তুতির জন্য পাল রাজার সময়ে বৌদ্ধ মহাবিহারের অস্তিত্ব ছিল, যা তখন বিশ্ববিদ্যালয়ের মতো কাজ করতো। এই মহাবিহারে বিভিন্ন শিক্ষার্থী বাংলার সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মে জ্ঞান অর্জন করেন।
বাংলার স্বাধীন সুলতান নুশরত শাহের শাসন আমলে রাজশাহীর বাঘায় মক্তব মাদরাসা খানকা গড়ে উঠেছিল, যা প্রাচীন সময়ে একটি বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ছিল। এই মাদরাসায় বাংলা এবং অন্যান্য বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন জ্ঞান অর্জন করার সুযোগ ছিল। এখান থেকে দেশ-বিদেশের শত শত শিক্ষার্থী ধর্ম ও ভাষাসহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন।
প্রিয় রাজশাহী এক্সপ্রেস পাঠক, এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরা হলো প্রাচীনকাল থেকে রাজশাহীকে কিভাবে শিক্ষানগরী হিসেবে গড়ে তোলা হয়েছে। আসুন জেনে নিই বর্তমান সময়ের কিছু পরিচিত স্কুলসমূহের তথ্য। আজ থাকছে দ্বিতীয় পর্ব।
★ রিভার ভিউ কালেক্টরেট স্কুল, রাজশাহী
রিভার ভিউ কালেক্টরেট স্কুল রাজশাহী শহরের একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে। এই স্কুল রাজপাড়া থানার শ্রীরামপুর অবস্থিত। বর্তমানে স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ওয়েবসাইটঃ rvcsraj1947.edu.bd এবং মোবাইলঃ 0721-773247 ।
★ প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ
প্যারামাউন্ট স্কুল অ্যান্ড কলেজ একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ। এটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯৯৭ সালে। এই স্কুলটির অবস্থান চন্দ্রিমা আবাসিক এলাকায়। বর্তমানে স্কুলটিতে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ফোন ও মোবাইল নাম্বারঃ +880 247 860 90, +880 1712 339 759 ।
★ রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়
রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় রাজশাহী কলেজের পাশে অবস্থিত অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৮৪৬ সালে। বর্তমানে স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ওয়েবসাইটঃ https://rlhs.edu.bd এবং ফোনঃ 0721772078 ।
★রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয়
রাজশাহী বহুমুখী উচ্চ বালিকা বিদ্যালয় রাজশাহী শহরের হেতেমখাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে ১৯২৫ সালে। বর্তমানে স্কুলটিতে শিশু শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ওয়েবসাইটঃ https://www.rbghschool.edu.bd এবং ফোনঃ 0721-772189 ।
★ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী
গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে একটি প্রাইভেট প্রতিষ্ঠান যা তালাইমারিতে অবস্থিত। এই স্কুলটি প্রতিষ্ঠিত হয় ২০০৭ সালে। এখানে বাংলা ও ইংলিশ ভার্সন রয়েছে। ফোনঃ ০৭২১-৭৫০৫৮৫ ও মোবাইলঃ 01309-136773 ।
★খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজ
উত্তর জনপদের তথা বাংলাদেশের শিক্ষা নগরী খ্যাত রাজশাহী মহানগরীর ২৫ নং ওয়ার্ডের রানী নগর হাদীর মোড় এলাকায় অবস্থিত খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয়টি ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটিতে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ওয়েবসাইটঃ https://www.kigsc.edu.bd এবং ফোন ও মোবাইল নাম্বারঃ +8800721750795, +88001309126496 ।
★রাজশাহী ভোলানাথ বিশ্বেশ্বর হিন্দু একাডেমী
রাজশাহী বি. বি. হিন্দু একাডেমী রাজশাহী সদর উপজেলার বোয়ালিয়া থানার সাগরপাড়াতে অবস্থিত অন্যতম প্রাচীন ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৮৯৮ সালে। বর্তমানে স্কুলটিতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। ওয়েবসাইটঃ https://www.bbha.edu.bd এবং ফোন ও মোবাইল নাম্বারঃ ০২৫৮-৮৮৫০৭৭৯ ।
★ রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয়
রাজশাহী মুসলিম উচ্চ বিদ্যালয় ১৯৪৭ সালে রাজশাহী শহরের হেতেমখাঁতে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে স্কুলটিতে ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। মোবাইলঃ ০১৯১১১৩৮৬৯৮, ০১৭১৩৭০১৫৫১ ।
১ম পর্বঃ https://www.rajshahiexpress.com/rajshahi/92527/
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় পাঠক, রাজশাহী শহরে অসংখ্য স্কুল আছে। সবগুলো আজকের নিবন্ধে তুলে ধরা সম্ভব হলো না। স্কুল সম্পর্কিত উপর্যুক্ত তথ্যাদি কোনো মানদণ্ড বা র্যাংকের ভিত্তিতেও সাজানো হয়নি। শিক্ষানগরী রাজশাহীর অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে মাত্র কয়েকটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সুবিধার্থে যুক্ত করা হয়েছে।