★ রাজশাহী কলেজ
রাজশাহী কলেজ হলো রাজশাহী শহরে অবস্থিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা ১৮৭৩ সালে প্রতিষ্ঠিত হয়। রাজশাহী কলেজ বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ। বাংলাদেশে এই কলেজ হতেই সর্বপ্রথম মাস্টার্স ডিগ্রি প্রদান শুরু হয়।মণিচত্ত্বরে রাজশাহী কলেজিয়েট স্কুলের পাশেই রাজশাহী কলেজ অবস্থিত। এই কলেজটির ওয়েবসাইট www.rc.gov.bd এবং ফোন নম্বর 0721771511। বর্তমানে এইচ.এস.সি., ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স এই প্রোগ্রামগুলো পড়ানো হয়।
★ রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ
নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহীর কাজিহাটায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান যা ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়। এটি প্রথমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত ছিল, তখন এর নাম ছিল সরকারি ইন্টারমিডিয়েট কলেজ। পরবর্তীতে এটি ডিগ্রী কলেজে উন্নীত হওয়ায় এর নাম রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ রাখা হয়।
বর্তমানে এইচ.এস.সি., ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স এই প্রোগ্রামগুলো পড়ানো হয়। কলেজটির ফোন নম্বর 02588850630 এবং ওয়েবসাইট www.ngdc.ac.bd
★ রাজশাহী সরকারি সিটি কলেজ
সিটি কলেজের যাত্রার শুরুতে কোনো নিজস্ব ভবন ছিলো না। ক্লাসসমূহ নেয়া হত লোকনাথ হাইস্কুল চত্বরে। কলেজটি ১৯৫৮ সালে প্রতিষ্ঠিত হয় এবং জাতীয়করণ হয় ১৯৮২ সালে। বর্তমানে এইচ.এস.সি., ডিগ্রি এবং অনার্স এই প্রোগ্রামগুলো পড়ানো হয়। কলেজটির ফোন নম্বর 0247810128 এবং ওয়েবসাইট www.rgcc.ac.bd
★ রাজশাহী সরকারি মহিলা কলেজ
এই কলেজটি রাজশাহীতে অবস্থিত মেয়েদের জন্য একটি সরকারি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান। রাজশাহীর কয়েকজন বিদ্যোৎসাহী ব্যক্তির উদ্যোগে ও জনসাধারণের আর্থিক সহায়তায় ১৯৬২ সালে কলেজটি প্রতিষ্ঠিত হয়। এইচ.এস.সি., ডিগ্রি, অনার্স এবং মাস্টার্স প্রোগ্রামগুলো পড়ানো হয় এখানে। কলেজটির ওয়েবসাইট www.rgwcollege.edu.bd এবং ফোন নম্বর 02588855694
★ রাজশাহী ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজ
এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের অধীনে পরিচালিত। এখানে স্কুল এবং কলেজ শাখা বিদ্যমান, যা প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। কলেজ শাখায় কেবল এইচ.এস.সি. পড়ানো হয়। মানসম্মত শিক্ষা প্রদানের জন্য কলেজটির ব্যাপক সুনাম রয়েছে। কলেজটির ওয়েবসাইট www.ru.ac.bd/ruschool এবং ফোন নম্বর 0721711183
★ রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
রাজশাহীর জেলা স্টেডিয়াম সংলগ্ন শালবাগানস্থ মনোরম পরিবেশে ২০১০ সালে প্রতিষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ। আধুনিক সুযোগ সুবিধাসহ শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ সবই রয়েছে কলেজটিতে। কলেজ শাখায় শুধুমাত্র এইচ.এস.সি. শ্রেণি পড়ানো হয়। কলেজটির ওয়েবসাইট www.rebmsc.edu.bd এবং ফোন নম্বর 02588863997
★ শহীদ এ.এইচ.এম. কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজ, রাজশাহী
এই কলেজটি নগরীর অন্যতম সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান যা রাজশাহীর উপশহর এলাকায় ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৩ সালে কলেজটি জাতীয়করণ করা হয়। রাজশাহীর কৃতি সন্তান ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের স্মৃতির প্রতি সম্মান রেখে এই কলেজের নামকরণ করা হয়। এই কলেজে এইচ.এস.সি এবং ডিগ্রি পড়ানো হয়। কলেজটির ওয়েবসাইট www.skcr.edu.bd এবং ফোন নম্বর 0247860890
★ শাহ্ মখদুম কলেজ, রাজশাহী
১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হওয়া শাহ্ মখদুম কলেজ রাজশাহীর একটি ঐতিহ্যবাহী কলেজ। মহানগরীর অন্যতম এই কলেজে নিয়মিত ক্লাস-পরীক্ষায় শিক্ষকদের আন্তরিক সহযোগিতা শিক্ষার্থীদের ভালো ফলাফলের অন্যতম কারণ। এখানে এইচ.এস.সি., ডিগ্রি ও অনার্স কোর্স চালু আছে। কলেজটির ওয়েবসাইট www.smcraj.edu.bd এবং ফোন নম্বর 02588850783
★ রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ
কলেজটি বাংলাদেশ সেনাবাহিনীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে পরিচালিত একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান, যা ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয়। কঠোর শৃঙ্খলা রক্ষা, মানসম্মত শিক্ষা প্রদান ও পাবলিক পরীক্ষাসমূহে ধারাবাহিক ভালো ফলাফল অর্জনে রাজশাহী অঞ্চলে রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ বিখ্যাত। কলেজ শাখায় এইচ.এস.সি. পড়ানো হয়। কলেজটির ফোন নম্বর 0721-761037 এবং ওয়েবসাইট www.rcbsc.edu.bd
★ রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ
কলেজটি রাজশাহীর কাজীহাটাতে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ২০০৬ সালে এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ২০১৭ সালে জাতীয়করণ করা হয়। কলেজ শাখায় কেবল এইচ.এস.সি পড়ানো হয়। কলেজটির ওয়েবসাইট www.rmscraj.edu.bd এবং ফোন নম্বর 0247812532
★ অগ্রনী বিদ্যালয় ও মহাবিদ্যালয় রাজশাহী
কলেজটি রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর অধীনে পরিচালিত একটি স্বায়ত্বশাসিত শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৭৫ সালে অগ্রণী স্কুল হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান টি কার্যক্রম শুরু করে। প্রথমে মাধ্যমিক পর্যন্ত পাঠদান চালু থাকলেও বর্তমানে কলেজ শাখায় এইচ.এস.সি. পর্যন্ত পড়ানো হয়। কলেজটির ওয়েবসাইট www.agraniruet.ac.bd এবং ফোন নম্বর ০২৫৮৮৮৬৭৫৫৯
★ বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ রাজশাহী
এই কলেজটি রাজশাহীর চন্দ্রিমা থানার পদ্মা আবাসিক এলাকায় অবস্থিত যা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। কলেজটির ফোন নম্বর 02588862771 এবং ওয়েবসাইট www.bcr.edu.bd বর্তমানে কলেজটিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রী, অনার্স এবং রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে উচ্চ মাধ্যমিক কোর্স চালু আছে।
★ রাজশাহী কোর্ট মহাবিদ্যালয়
এটি নগরীর কোর্ট স্টেশন এলাকায় অবস্থিত একটি কলেজ যার আত্মপ্রকাশ ১৯৭২ সালে ঘটলেও পুনঃপ্রতিষ্ঠিত হয় ১৯৮৪ সালে।কলেজটিতে এইচ.এস.সি., ডিগ্রি এবং অনার্স প্রোগ্রামগুলো পড়ানো হয়। যার ওয়েবসাইট www.rajcourtcollege.edu.bd এবং ফোন নম্বর 0721773857
বিশেষ দ্রষ্টব্য: প্রিয় পাঠক উপর্যুক্ত তথ্যাদি কোনো মানদণ্ড বা র্যাংকের ভিত্তিতে সাজানো হয়নি। শিক্ষানগরী রাজশাহীর অসংখ্য শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্য থেকে কয়েকটি সম্পর্কে কিছু তথ্য আপনাদের সুবিধার্থে যুক্ত করা হয়েছে।
৩ কমেন্টস
এভাবে রেটিং এর ভিত্তি কী?
° শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ,রাজশাহী ° নাম কই?
শহীদ বুদ্ধিজীবী সরকারি কলেজ লিস্টে নাই কেন?