স্বাস্থ্যসেবায় রাজশাহী ছাড়িয়ে দেশের অন্যান্য জেলার মানুষের কাছেও আস্থার প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল। গত ২ এপ্রিল, ২০২৩ স্বাস্থ্য অধিদফতর মূল্যায়নের যে সূচক প্রকাশ করে তাতে সেবার মানে দেশসেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। দেশের ১৭টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবায় সেরা অবস্থানে উঠে এসেছে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ এই হাসপাতালটি।
মাত্র ১০ টাকা টিকিট দিয়ে চিকিৎসা নিতে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাটসহ বিভিন্ন অঞ্চলের রোগীরা আসেন এ হাসপাতালে। দূর দূরান্ত থেকে এসে সরকারি এ প্রতিষ্ঠানের বহির্বিভাগ বা আউটডোরে কেবল ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) নিয়েই রোগীদের বাড়ি ফিরতে হয় না, ব্যবস্থাপত্রের বেশিরভাগ ওষুধও মেলে বিনামূল্যে।
প্রিয় রাজশাহী এক্সপ্রেস পাঠক, চলুন জেনে নেয়া যাক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোর সেবা সম্পর্কে আরও কিছু তথ্য।
শুক্রবার ও অন্যান্য সরকারি ছুটির দিন সমূহে আউটডোর বন্ধ থাকে। শনিবারে খোলা।
আউটডোর সার্ভিস সময়: শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৮.০০ টা থেকে দুপুর ২.০০টা পর্যন্ত।
উন্নত চিকিৎসা, চিকিৎসকদের আন্তরিকতা ও হাসপাতাল ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তনের কারণে সম্প্রতি সকল শ্রেণিপেশার মানুষের আস্থা অর্জন করতে পেরেছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। মাত্র ১০ টাকায় টিকিট কেটে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ গ্রহণ করা যায়। নারী ও পুরুষের জন্য রয়েছে আলাদা টিকিট কাউন্টার, ঔষধ কাউন্টার ও আলাদা বিশেষজ্ঞ ডাক্তার। প্রয়োজনীয় বিভিন্ন টেস্ট তুলনামূলক স্বল্প মূল্যে ডাক্তারের লিখিত প্রেসক্রিপশন অনুযায়ী বহির্বিভাগের ৪৫ নম্বর কক্ষ থেকে করানো যায়। টেস্টের রিপোর্ট পাওয়া যায় ১ দিন পর।
যেসব বিভাগ বা ডিপার্টমেন্ট আউটডোর সেবা প্রদান করে-
১। মেডিসিন আউটডোর
২। সার্জারি আউটডোর
৩। গাইনী আউটডোর
৪। শিশু আউটডোর
৫। অর্থোপেডিকস আউটডোর
৬। চর্ম ও যৌন আউটডোর
৭। চক্ষু আউটডোর
৮। ই এন টি (নাক-কান-গলা) আউটডোর
৯। মানসিক আউটডোর
১০। ফিজিক্যাল মেডিসিন আউটডোর
১১। ডেন্টাল আউটডোর
১২। ক্যান্সার ও রেডিওথেরাপি আউটডোর
১৩। নিউরোলজি আউটডোর
১৪। নিউরো সার্জারি আউটডোর
১৫। রেসপিরেটরি মেডিসিন আউটডোর
১৬। নেফ্রোলজি আউটডোর
১৭। ইউরোলজি আউটডোর
১৮। বার্ন ও প্লাষ্টিক আউটডোর ও
১৯। গ্যাস্ট্রোএন্টেরোলজি আউটডোর
প্রিয় রাজশাহী এক্সপ্রেস পাঠক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে চিকিৎসা সেবা নেবার সময় প্রতারক ও দালাল থেকে সতর্ক থাকুন। রশিদ ব্যতিত কোনোপ্রকার লেনদেন করবেন না।