চাঁপাইনবাবগঞ্জ থেকে চলতি মৌসুমে রেকর্ড ২৩০ মেট্রিক টন আম রপ্তানি হয়েছে। গেল কয়েক বছর ধরেই এ জেলার আমের স্বাদ নিচ্ছে ইতালি, ফ্রান্স, ইংল্যান্ড, জার্মানিসহ প্রায় ১০-১২ টি দেশের মানুষ। আগামি দিনে রপ্তানির পরিমাণ আরও বাড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা গণমাধ্যমকে জানিয়েছে প্রশাসন।
উত্তরের সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় আমের রাজধানী। এরই মধ্যে এ জেলায় উৎপাদিত খিরসাপাত, ফজলি, আশ্বিনা ও ল্যাংড়া আম জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে। একজন আম বাগান মালিক গণমাধ্যমকে জানান, “এ বছর সব থেকে বেশি আম রপ্তানি হয়েছে ইংল্যান্ডে। তাছাড়াও কিছু সীমাবদ্ধতা আছে, ওগুলো পরিপূর্ণ সমাধান করা গেলে আরও উন্নতি করা সম্ভব।”
রপ্তানিকারকরা গণমাধ্যমকে জানিয়েছেন, “অবকাঠামোগত উন্নয়ন, প্যাকিজিং হাউজ নির্মাণসহ কিছু জটিলতা দূর করা গেলে রপ্তানির পরিমাণ বাড়ানো সম্ভব।” সামনের বছরগুলোতে আম রপ্তানির পরিমাণ আরও বাড়ানোর আশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
অন্যদিকে, কৃষিঋণসহ আম রপ্তানি সহজ করতে সব ধরনের আশ্বাস প্রদান করেছে জেলা প্রশাসন। আম চাষীদের কয়েকটি প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে, যে উত্তম চর্চাগুলো আছে সেগুলো মেইনটেন্স করা যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের ৩১ জন বাগান মালিক চলতি বছরে আম রপ্তানি করছেন।