দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা। বুধবার বেলা ১১টায় রাজশাহী কোর্ট অ্যাকাডেমিতে এলাকার ১০০ নারী-পুরুষের হাতে খাদ্যসামগ্রীর ব্যাগ তুলে দেন তিনি।
করোনাভাইরাস পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য স্থানীয় শিক্ষকরা এই খাদ্যসামগ্রী বিতরণের আয়োজন করেন। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা ও মসুরের ডাল।
এগুলো বিতরণের সময় কোর্ট অ্যাকাডেমির প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বাবু, রেসিডেন্সিয়াল কলেজের সহকারী অধ্যাপক অলিদুল ইসলাম, পবার কসবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, কুলপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
খবর কৃতজ্ঞতাঃ দৈনিক সানশাইন
