কাদিরাবাদ, দয়ারামপুর, নাটোর: গত ২১ ফেব্রুয়ারি ২০২০ বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) ক্যাম্পাসে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল।
সকাল নয়টায় বিশ্ববিদ্যালয়ের স্কাইলাইট হলে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভাষা শহীদদের স্মরণে দোয়া ও মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করা হয়। ইংরেজি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোঃ হামিদুর রহমানের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন বিশ^বিদ্যালয়ের ট্রেজারার কর্ণেল (অব.) মোহাম্মাদ হামিদুল হক পিএসসি, রেজিস্ট্রার লে: কর্ণেল (অব.) শেখ মোঃ শামীম হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসান, আইন ও বিচার বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম, ইইই বিভাগের ছাত্র মারুফ আহমেদ এবং ইংরেজি বিভাগের ছাত্রী তাসনীম তামান্না অন্বি। এসময় উপস্থিত ছিলেন সকল অনুষদের ডিনগণ, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকমন্ডলী, কর্মকর্তা-কর্মচারী ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
প্রধান অতিথি বলেন, ‘ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ পায় ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি। আমাদের স্বাধীনতা লাভের ক্ষেত্রেও এই আন্দোলন বিশেষ অবদান রেখেছে। এ দিবসটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জাতিসংঘের স্বীকৃতির মাধ্যমে বিশ্ব দরবারে বিশেষ মর্যাদা লাভ করেছে। এটা আমাদের জন্য অনেক বড় গৌরবের বিষয়।’
এছাড়া সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তফা কামাল জাতীয় পতাকা উত্তোলন করেন ও অর্ধনোমিত করে রাখেন। পরে জাতীয় পতাকাকে সালাম প্রদান, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কালো ব্যাজ ধারনের মাধ্যমে দিনের কর্মসূচী শুরু হয়।